আমাদের কথা খুঁজে নিন

   

এসি মিলান ও ডর্টমুন্ডের শেষ সুযোগ

বার্সেলোনা, বায়ার্ন মিউনিখ, ম্যানসিটি এবং অ্যাটলেটিকো মাদ্রিদ আগেই নকআউট পর্ব নিশ্চিত করে নিয়েছে চ্যাম্পিয়ন্স লিগে। তবে এখনো ফেবারিটদের সামনে ভয় কাটেনি। বিশেষ করে গতবারের রানার্সআপ বুরুসিয়া ডর্টমুন্ড তো গ্রুপ পর্ব থেকেই বিদায় নেওয়ার হুমকিতে আছে। এসি মিলানের জন্যও সামনে অনেক বিপদ। আজ এই শঙ্কা নিয়েই চ্যাম্পিয়ন্স লিগে খেলতে নামছে এসি মিলান এবং বুরুসিয়া ডর্টমুন্ডের মতো দলগুলো।

আর চেলসি আজ মাঠে নামছে প্রতিশোধ নেওয়ার লক্ষ্যে! প্রথম লেগে সুইস ক্লাব ব্যাসেলের কাছে ২-১ গোলে পরাজয়ের ঘটনাটা নিশ্চয়ই ভুলে যাননি মরিনহো। তার শিষ্যরাও নিশ্চয়ই ভুলে যায়নি। তবে ব্যাসেলের সঙ্গে ড্র করলেও নকআউট পর্ব নিশ্চিত হবে চেলসির।

চ্যাম্পিয়ন্স লিগের এইচ গ্রুপে এসি মিলান আজ মুখোমুখি হচ্ছে স্কটিশ ক্লাব সেলটিকের। এই গ্রুপে আগেই নকআউট পর্ব নিশ্চিত করা বার্সেলোনার মুখোমুখি হচ্ছে ডাচ ক্লাব আয়াঙ্।

এসি মিলান ৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে। আয়াঙ্রে অর্জন ৪ এবং সেলটিকের অর্জন ৩ পয়েন্ট। এই গ্রুপ থেকে তিন দলের যে কোনোটাই বার্সেলোনার সঙ্গী হতে পারে! গতবারের রানার্সআপ জার্মান ক্লাব বুরুসিয়া ডর্টমুন্ড বড় বিপদে আছে। ৪ ম্যাচে ৯ পয়েন্ট করে অর্জন করে আর্সেনাল এবং নেপোলি রয়েছে শীর্ষে। ডর্টমুন্ড ৬ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে।

আজ নেপোলির সঙ্গে এমনকি ড্র করলেও নকআউট পর্ব খেলার চিন্তা বাদ দিতে হবে জার্মানদের। আর্সেনাল আজ মুখোমুখি হচ্ছে মার্সেইয়ের।

 

 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।