পাড়া কিংবা মহল্লার ক্রিকেটে অনেক সময় দেখা যায়, এক খেলোয়াড় আরেক দলের খেলোয়াড়দের নানা কথা বলে হুমকি দেয়। 'তোকে মারব, পা ভেঙে দেব, হাত ভেঙে দেব ...ইত্যাদি ইত্যাদি।' কিন্তু ইংল্যান্ড অস্ট্রেলিয়া অ্যাশেজ সিরিজের ম্যাচের প্রথম ম্যাচেই ঘটেছে এমন অপ্রত্যাশিত ঘটনা। ব্রিসবেন টেস্টে দ্বিতীয় ইনিংসে ইংলিশ ক্রিকেটার যখন ব্যাটিং করছিলেন, তখন পাশ দিয়ে যাওয়ার সময় অস্ট্রেলিয়ার অধিনায়ক মাইকেল ক্লার্ক বলেন, 'সাবধান, তোর হাত ভেঙে দেব'। অ্যান্ডারসনকে উদ্দেশ্য করে বিকৃতভাবে আঙুলও প্রদর্শন করেন ক্লার্ক। এক পর্যায় দুই ক্রিকেটারের মধ্যে বাক-বিতণ্ডাও হয়। শেষে আম্পায়ারকে হস্তক্ষেপ করতে হয়েছে। আর এই হুমকির কারণে অসি অধিনায়কের জরিমানা করেছে আইসিসি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।