আমাদের কথা খুঁজে নিন

   

PDF ফাইল এর পাসওয়ার্ড রিমুভ করুন অনলাইন এ ।

আপনি একটি PDF ফাইল ডাউনলোড করলেন কিন্তু পরে দেখলেন যে এটি প্রটেক্টেড । আপনি ফাইল রিড করতে পারছেন কিন্তু কোন কিছু কপি, এডিট বা কোন পেজ ডিলিট করতে পারতেছেন না । আমার যেমনটি হয়েছিল । ভার্সিটির একটি রিপোর্ট তৈরি করার জন্য আমি একটি PDF ফাইল ডাউনলোড করি , কিন্তু পরে দেখি আমি এটি কপিও করতে পারছি না প্রিন্টও করতে পারছি না । পরে আর কি গুগল মামার শরণাপন্ন হলাম ।

অনেক খোজাখোজি করে দুইটি ভাল অনলাইন সাইট পেলাম আর কিছু সফটওয়্যার ।

আজ সাইট দুইটি দিয়ে কিভাবে PDF ফাইল এর পাসওয়ার্ড রিমুভ করা যায় তা দেখাচ্ছি  ।
সাইট দুটি হল
http://online2pdf.com
http://www.pdfunlock.com
প্রথম সাইট (online 2 pdf)  টি তে যান নিচে দেখানো পদ্ধতি অনুসরন করুন,

Browse বাটনে ক্লিক করে আপনার PDF ফাইল টি দেখিয়ে দিন, তারপর নিচে convert বাটনে ক্লিক করুন ।
এখন নতুন আনলক ফাইল টি অটোমেটিক ডাউনলোড হবে ।
OR,
দ্বিতীয় সাইট (pdfunlock) টিতে যান নিচে দেখানো   পদ্ধতি অনুসরন করুন,

My computer এ ক্লিক করে ফাইল টি সিলেক্ট করুন তারপর Unlock বাটনে ক্লিক করুন ।

আপনার নতুন Unlock করা ফাইল টি অটোমেটিক ডাউনলোড হওয়া শুরু হবে ।
যদি এই পদ্দতিতে পাসওয়ার্ড  রিমুভ না হই তাহলে কম্মেন্টস এ জানাবেন, আমি সফটওয়্যার এর সাহায্যে কিভাবে পাসওয়ার্ড  রিমুভ করা যাই তা নিয়ে একটি টিউন করব ।
সবাইকে ধন্যবাদ ।

সোর্স: http://www.techtunes.com.bd/     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।