মঙ্গলবার দুপুরে নিজের কার্যালয়ে তিনি সাংবাদিকদের বলেন, “রেললাইন উপড়ে ফেলা, নাশকতা, হত্যাসহ যে কোনো অপরাধে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে তিনি যতো বড় নেতাই হোন না কেন, তাকে গ্রেপ্তার করা হবে। ”
বিরোধীদলের অবরোধ কর্মসূচির সমালোচনা করে প্রতিমন্ত্রী বলেন, অবরোধে সাধারণ মানুষ কষ্ট পাচ্ছে, ক্ষতিগ্রস্ত হচ্ছে।
“তফসিল ঘোষণা করা হলে দেশেকে অচল করে দেয়া হবে- এমন কথা রাজনীতির ভাষা নয়। এসব কথা রাষ্ট্রদ্রোহিতার শামিল। ”
অবরোধে সাধারণ মানুষের যে ক্ষতি হচ্ছে তার দায় বিরোধী দলীয় নেতা খালেদা জিয়াকেই নিতে হবে বলে মন্তব্য করেন টুকু।
নির্বাচন কমিশন ৫ জানুয়ারি ভোটের দিন রেখে দশম সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যে সোমবার রাতে এই অবরোধ কর্মসূচি ঘোষণা করে বিএনপি।
মঙ্গলবার সকাল থেকেই সারা দেশে অবরোধের মধ্যে বিভিন্ন স্থানে হামলা সংঘর্ষের ঘটনা ঘটছে। ময়মনসিংহ, ব্রাহ্মণবাড়িয়া, পাবনা ও লালমনিরহাটে ট্রেনে আগুন, রেললাইন উপড়ে ফেলার মতো ঘটনাও ঘটেছে।
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বিজিবি, র্যাব ও পুলিশকে বলা হয়েছে, যাতে ‘যে কোনো উপায়ে’ রেলযোগাযোগ চালু রাখা যায়।
তারপরও কীভাবে নাশকতা ঘটছে জানতে চাইলে টুকু বলেন, “এ বিষয়ে জনগণকে সহযোগিতা করতে হবে।
যারা এসব নাশকতার সঙ্গে জড়িত তাদের সনাক্ত করতে জনগণের সহযোগিতা প্রয়োজন। ”
১৮ দলের নেতা-নেত্রীরা ‘শান্তিপূর্ণ নির্বাচন চান না’ বলেই এই সহিংসতা চালাচ্ছেন বলেও তিনি মন্তব্য করেন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।