আমাদের কথা খুঁজে নিন

   

হকি অঙ্গণকে ক্রীড়া প্রতিমন্ত্রীর আশ্বাস

মঙ্গলবার জাতীয় ক্রীড়া পরিষদে খেলোয়াড় কল্যাণ সমিতি ও ক্লাব ঐক্য পরিষদের কর্মকর্তারা তার সঙ্গে দেখা করতে যান। এ সময় ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, “হকির সঙ্কটের কথা আমি শুনেছি। এখন এক পক্ষের কথা শুনছি। বৃহস্পতিবার ফেডারেশনের কর্মকর্তাদের সঙ্গে কথা বলবো। তারপর দুই পক্ষকে নিয়ে সমঝোতার চেষ্টা করবো।

” “সঙ্কট নিরসনে অ্যাডহক কমিটি গঠনের দাবিকে স্বাভাবিক বলা যাবে না। এটা কোনো গ্রহণযোগ্য সমাধান হতে পারে না। ” খেলোয়াড় কল্যাণ সমিতি ও ক্লাব ঐক্য পরিষদের কর্মকর্তারা বর্তমান নির্বাচিত কমিটি ভেঙ্গে দিয়ে অ্যাডহক কমিটি গঠনের প্রস্তাব দিয়েছেন ক্রীড়া প্রতিমন্ত্রীর কাছে। নিজেদের দাবির পক্ষে যুক্তি তুলে ধরে মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেডের পরিচালক লোকমান হোসেন ভূঁইয়া বলেন, “হকির বর্তমান সঙ্কট দূর করার জন্য অ্যাডহক কমিটি গঠনের কোনো বিকল্প নেই। খেলোয়াড়দের বিরুদ্ধে মামলা করে এবং জাতীয় দলের পাঁচ খেলোয়াড়কে নিষিদ্ধ করে ফেডারেশনের বর্তমান কমিটি নিজেদেরই বিতর্কিত করে ফেলেছে।

তাদের দায়িত্বে থাকার কোনো নৈতিক অধিকার নেই। ” লোকমান হোসেন ছাড়াও ক্লাব ঐক্য পরিষদের পক্ষে মেরিনার ইয়াংস ক্লাবের সাধারণ সম্পাদক হাসানউল্লাহ খান রানা, বাংলাদেশ স্পোর্টিং ক্লাবের সাধারণ সম্পাদক হাজী মোহাম্মদ হুমায়ুন, ওয়ারী ক্লাবের হকি কমিটির সম্পাদক নাজিরুল ইসলাম নাজু, হকি খেলোয়াড় কল্যাণ সমিতির সভাপতি রাসেল খান বাপ্পী, সাধারণ সম্পাদক আরিফুল হক প্রিন্স এবং জাতীয় দল থেকে নিষিদ্ধ রাসেল মাহমুদ জিমি, জাহিদ হোসেন, কামরুজ্জামান রানা ও ইমরান হাসান পিন্টু এ সময় উপস্থিত ছিলেন।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।