আগের ম্যাচে কোনোমতে জয় নিয়ে মাঠ ছাড়লেও তিন ট্রফি জেতা শেখ রাসেল ক্রীড়াচক্র দ্বিতীয় ম্যাচেই হার মেনেছে। গতকাল বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ওয়ালটন ফেডারেশন কাপে বি গ্রুপের গুরুত্বপূর্ণ ম্যাচে মুক্তিযোদ্ধা ক্রীড়াচক্রের কাছে ১-০ গোলে হেরে যায় চ্যাম্পিয়নরা। এ জয়ে মুক্তিযোদ্ধা গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে কোয়ার্টার ফাইনালে উঠল। শেখ রাসেলের শক্তি যে আগের মতো নেই তা প্রথম ম্যাচেই প্রমাণ হয়েছে। চট্টগ্রাম আবাহনীর বিপক্ষে অনেকটা ভাগ্যক্রমে তারা পুরো পয়েন্ট সংগ্রহ করেছিল।
কোচ মারুফুল হক স্পষ্টভাবেই বলেছিলেন, দল থেকে এমিলি, মামুনুল , জাহিদ, নাহিদ ও মনি নর্দের মতো তারকা খেলোয়াড় চলে যাওয়াতে দলকে এবার কঠিন পরীক্ষায় সম্মুখীন হতে হবে। বাস্তবে কিন্তু তাই দেখা যাচ্ছে। তারপরও শক্তির বিচারে মুক্তিযোদ্ধার চেয়ে রাসেল এগিয়েছিল। কিন্তু সেই শক্তিকে কাল কাগুজের বাঘ মনে হয়েছে।
মুক্তিযোদ্ধার বিপক্ষে বিপ্লবদের খেলার মধ্যে পরিকল্পনা বা গতি কিছুই দেখা যায়নি।
সত্যি বলতে কি গত কয়েক বছর শেখ রাসেলকে এত নিষ্ক্রীয়ভাবে কোনো ম্যাচে লড়তে দেখা যায়নি। অন্যদিকে তুলনামূলক দুর্বল হয়েও মুক্তিযোদ্ধার খেলার মধ্যে কিছুটা হলেও সৌন্দর্যের ছাপ খুঁজে পাওয়া গেছে। দলবদলের সময় কোচ শফিকুল ইসলাম মানিক বলেছিলেন, দল হিসেবে আমরা ততটা শক্তিশালী না হলেও চমক দেখানোর আশা রাখি। এখন সেই চমকের শুরু কালই কিনা তা কে জানেন। আক্রমণ করে খেললেও ভালো ফিনিশিংয়ের অভাবে গোল পাচ্ছিল না মুক্তিযোদ্ধা।
প্রথমার্ধে ম্যাচ গোলশূন্য থাকে। ৬৫ মিনিটে বিদেশি রিক্রুট এলিটাকিংসলে বিজয়সূচক গোল করেন। মুক্তিযোদ্ধা কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে সি গ্রুপ রানার্স আপ ব্রাদার্সের সঙ্গে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।