আসসালামুয়ালাইকুম।
দুটি আগে Temple Run হ্যাকিং প্রসেস দেখিয়ছিলাম। আজ দেখাব এক সব গুলো
Temple Run 2, Temple Run Brave ও Temple Run Oz। দিস অ্যা মেগা টিউন থুক্কু মেগা চিটিং। ।
আগের ভার্সন টার প্রসেস একটু জটিল ছিল কিন্তু এই তিনটি এক্কেবারে জলের মত সোজা। ডিভাইজে রুট থাকার ও দরকার নাই।
১ম এ Temple Run এর এই ভার্সন তিনটি বা ইচ্চা মত যে কোন টি ইন্সটল করে একবার রান করে কিছুক্ষণ খেলুন। তারপর ক্লোস করে
দিন।
এবার হ্যাকিং শুরু করার পালাঃ
Temple Run 2 যেভাবে করবেনঃ
১ম এ http://app.box.com/s/8sgxh7lhfn0shvio49hd এখান থেকে "gamedata.txt" ফাইল টি ডাউনলোড করে নিন।
দ্যান, আপনার ফাইল ম্যানেজারের "/sdcard/Android/data/com.imangi.templerun2/files" এই লোকেশ্নে গিয়ে ,ওখানে "gamedata.txt"বা "gamedata_cn.txt" যে ফাইল টি আছে সেটির স্থলে এটি রিপ্লেস করে দিন। এবার গেম রান করুন। ।
Temple Run Brave যেভাবে করবেনঃ
১ম এ https://app.box.com/s/4mmvp6p6e6rdctkw2vlu এখান থেকে "recordmanager.dat" ফাইল টি ডাউনলোড করে নিন।
দ্যান, আপনার ফাইল ম্যানেজারের "/sdcard/Android/data/com.disney.brave_google/files" এই লোকেশ্নে গিয়ে ফাইল টি পেস্ট করে দিন।
এই নামে অন্য কোন ফাইল থাকলে সেটি আগে ডিলিট করে নিবেন বা এটি দিয়ে রিপ্লেস করে দিবেন।
Temple Run OZ যেভাবে করবেনঃ
১ম এ https:https://app.box.com/s/h2z7w7xyd76jidhxw6p7 এখান থেকে "Temple Run Hack.rar" ফাইল টি ডাউনলোড ও এক্সট্রাক করে নিন।
দ্যান, আপনার ফাইল ম্যানেজারের "/sdcard/Android/data/com.disney.TempleRunOz.goo/files" এই লোকেশ্নে গিয়ে ফাইল গুলো পেস্ট করে দিন। এই নামে অন্য কোন ফাইল থাকলে সেগুলো আগে ডিলিট করে নিবেন বা এগুলো দিয়ে রিপ্লেস করে দিবেন।
আগের পর্ব এখানে http://www.techtunes.com.bd/android/tune-id/258852
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।