আমাদের কথা খুঁজে নিন

   

পারবে কি নিতে এই ভার

অামার অামি

হৃদয়ে ওহে না সম্বোধনটা ঠিক মনের মত হল না! ঠিক কি বলে সম্বোধন করব তোমায়? জানি না- তবে জেন রেখ তেপান্তরের ধুধু করা মাঠ। আমার মনের মেঘলা আকাশ। ছেড়াখোড়া এই পুরোনো হৃদয় একলা ঘরের নির্জনতা চেয়ে চেয়ে শুধু বৃষ্টি দেখার দুঃখবিলাস ফিরে আসা কিশোর বেলার নস্টালজিয়া কিংবা চলমান এই জীবন যুদ্ধের প্রতিদিনকার হাসি কান্না সবই তোমায় দিলাম। আলোকউজ্জল হোক তোমার পৃথিবী নবীন সূর্য উঠুক প্রতিদিন তরুন স্বপ্ন সত্যি হয়ে নেমে আসুক। চোখের পাতায় দ্বীপ্ত সজল শিশির বিন্দু হয়ে পোড় খাওয়া এই জীবনের প্রান্তর জুড়ে নতুন করে জ্বালাতে আগুন।

এসেছিলে এই পুরোনো বন্ধুটির পথে কি দেব তোমায়? ভর সন্ধায় নিভুনিভু কোন মাটির প্রদীপ এইটুকু আজ তোমর ই বন্ধু। । । । ।

। আমার থাক সন্ধে রাত্রি তোমার শুধুই স্নিগ্ধ সকাল এ জগৎ ছেড়ে চলে যাব। পারবে কি বন্ধু নিতে এই ভার। হৃদয়ে তোমার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।