আমাদের কথা খুঁজে নিন

   

এক চিমটি ভালবাসা

ঊষর মরুর ধূষর বুকে একটি যদি শহর গড় , একটি হৃদয় সুখী করা তাহার চাইতে অনেক বড় ।

আমি জন্ম নিয়েছি এক চিমটি ভালবাসা নিয়ে অনুভূতি আমি, শেষ হয়ে যাবো বেড়ালের সেই ছোট্ট বাচ্চাটির মত যে লোমে লোমে ওম দেয় কিন্তু যার জন্ম ক্ষণস্থায়ী হয়তো তিনশত পঁয়ষট্টি দিন তার আয়ু হ্যাঁ এখন নিশ্চিত তিনশত ছেষট্টি দিনে তুমি আরেকটা বেড়ালের বাচ্চা পুষবে , তাইনা ? আমি আবার জন্ম নিবো একটা পাটখড়ি হয়ে তুই পুরো দুনিয়া দেখে নিস সেই খড়ির ভিতর দিয়ে একটা পূর্ণদৈর্ঘ কাহিনী লিখে নিও কালিতে খড়ি চুবিয়ে এর বাইরে কিছু আমি কামনা করতে পারি না আমি জানি কাহিনী লিখা হলেই খড়িটা তুমি ভেঙ্গে ফেলবে আমার আবার মৃত্যু হবে , শুধু একটা কাহিনী রয়ে যাবে তাই না ? আমি তৃতীয় বার জন্ম নেয়ার সাহস রাখবো একটা পাপড়ি হয়ে একবার কিন্তু তুমি ভালোবাসতে চেষ্টা করবে , দেখবে প্রতিটি দিন সীমাহীন ভালবাসায় কখনো কফির মগ কখনো তোমার হাতে আচরের দাগে কখনো ছিপছিপে শবের ভিতর , কখনো ঠান্ডা পানিতে কখনো কারো উথাল পাতাল নৃত্যে এক নারীকে পাবে । উহ ! এসব ভাবতে ভাবতে তুমি আমায় ছিঁড়ে ফেললে আমার এবার মৃত্যু হল , তুমি ভালবাসলে কিন্তু- আমার ভালবাসা হলনা ~ আমি ঈশ্বর থেকে তিন জন্মের বর নিয়ে এসেছিলামতোমায় বলা হয়নি এটাই আমার শেষ জীবন আর শেষ মৃত্যু আমার আর জন্ম হবে না ! তুমি আমায় অতৃপ্তি দিয়ে মৃত্যু দিলে ! তুমি পারলে , তুমি পারলে !

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।