আমাদের কথা খুঁজে নিন

   

:: দেখে নিন এবং জেনে নিন বিশ্বের সবচেয়ে দামী ১০ টি ব্রান্ডের নাম ::

আমি টেকটিউনের সাথে প্রায় ১ বছর ধরে আছি । মোবাইল ধরলেই প্রথমে টেক্টিউনে তারপর ফেসবুক এ ঢুকি । টেকটিউন আমার সব অনুপ্রেরনার মুল । তবে টেকটিউনে এটাই আমার প্রথম টিউন। আশা করছি ভুল হলে ক্ষমা করবেন ।


বিশ্বখ্যাত ফোর্বস  ম্যাগাজিন মঙ্গলবার বিশ্বের সবচেয়ে দামী ব্রান্ড গুলোর নাম প্রকাশ করেছে । এর মধ্যে দামী ১০ টি নাম প্রকাশ করলাম ।
১। অ্যাপল
১০ হাজার ৪৩০ কোটি মার্কিন ডলার নিয়ে প্রথম স্থান দখল করেছে যুক্তরাষ্ট্রের বহুজাতিক প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপল ।
২।

মাইক্রোসফট
৫,৬৭০ কোটি মার্কিন ডলার নিয়ে মাইক্রোসফট আছে দ্বিতীয় অবস্থানে । মাইক্রোসফট অবস্থান বছর তিনেক ধরে একইরকম রয়েছে ।
৩। কোকাকোলা
৫ হাজার ৪৯০ কোটি ডলার নিয়ে তালিকায় তৃতীয় স্থানে রয়েছে কোমলপানীয় উৎপাদনকারী প্রতিষ্ঠান কোকা-কোলা ।
৪।

আইবিএম
৫ হাজার ৭০ কোটি ডলার নিয়ে যুক্তরাষ্ট্রের আরেক প্রযুক্তি প্রতিষ্ঠান আইবিএম চতুর্থ স্থান দখল করেছে ।
৫। গুগল
৪ হাজার ৭৩০ কোটি ডলার নিয়ে শীর্ষস্থানীয় ইন্টারনেট সার্চ ইঞ্জিন গুগল পঞ্চম হয়েছে ।
৬। ম্যাকডোনাল্ডস
৩ হাজার ৯৪০ কোটি ডলারের ব্র্যান্ড ভ্যালুসম্পন্ন আন্তর্জাতিক চেইন রেস্তোরাঁ ম্যাকডোনাল্ডস আছে ষষ্ঠ অবস্থানে ।


৭। জিই
৩ হাজার ৪২০ কোটি ডলার নিয়ে সপ্তম স্থানটি পেয়েছেআমেরিকার খ্যাতনামা কোম্পানি জেনারেল ইলেকট্রিক বা জিই ।
৮। ইনটেল
৩ হাজার ৯০ কোটি ডলারের ব্র্যান্ড ভ্যালু নিয়ে অষ্টম হয়েছেপ্রযুক্তি খাতের প্রতিষ্ঠান ইনটেল ।
৯।

স্যামসাং
২ হাজার ৯৫০ কোটি ডলার নিয়ে বিখ্যাত প্রযুক্তি প্রতিষ্ঠান স্যামসাং নবম স্থানে উঠে এসেছে
১০। লুইস ভুইটন
২ হাজার ৮৪০ কোটি ডলারের ব্র্যান্ড ভ্যালু নিয়ে এই তালিকার দশম স্থান পেয়েছে বিলাস পণ্যের প্রতিষ্ঠান লুইস ভুইটন ।
ভাল থাকবেন সবাই ।
ফেবুতে আমি
সুত্রঃ প্রথম আলো ।


সোর্স: http://www.techtunes.com.bd/     দেখা হয়েছে ১০ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।