আমাদের কথা খুঁজে নিন

   

২ ডিসেম্বর সেনা মোতায়েন

দশম জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন আগামী ২ ডিসেম্বর থেকে সারা দেশে সেনা মোতায়েন করার চিন্তাভাবনা হচ্ছে বলে নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে। দেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের স্বার্থে নির্বাচন কমিশন এমনটি চায়। আজ নির্বাচন কমিশনের বৈঠকে এ ব্যাপারে সিদ্ধান্ত হতে পারে বলে সূত্র জানায়।

এর আগে গত ২৫ নভেম্বর প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদ জাতির উদ্দেশে দেওয়া ভাষণে নির্বাচনের তফসিল ঘোষণাকালে বলেন, নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সেনাবাহিনীর সদস্যরাও দায়িত্ব পালন করবেন। তার পর দিন গত মঙ্গলবার নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) জাবেদ আলী বলেন, প্রয়োজনে নির্বাচনের আগেই সেনা মোতায়েন করা হবে।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, নির্বাচনে সেনা মোতায়েনের সিদ্ধান্ত হলেও প্রয়োজনে আগেই সোনাবাহিনী নামানো হতে পারে। বিষয়টি চলমান পরিস্থিতির ওপর নির্ভর করবে।

আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে ইসির বৈঠক আজ : দশম জাতীয় নির্বাচন সামনে রেখে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে নির্বাচন কমিশনের (ইসি) বৈঠক অনুষ্ঠিত হবে আজ। বেলা ১১টায় নির্বাচন কমিশন সম্মেলন কক্ষে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দিন আহমেদের সভাপতিত্বে এই বৈঠক অনুষ্ঠিত হবে। নির্বাচনে আইনশৃঙ্খলা ও সেনা মোতায়েনের বিষয়টি বৈঠকে চূড়ান্ত হবে বলে জানা গেছে।

বৈঠকে অন্যান্য নির্বাচন কমিশনার, কমিশন সচিব ও কমিশনের ?ঊর্ধ্বতন কর্মকর্তারাসহ সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, মহাপুলিশ পরিদর্শক (আইজি), বিজিবি, আনসার ও ভিডিপি, কোস্টগার্ড, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা, ডিজিএফআই ও র্যাবের মহাপরিচালকরা অংশগ্রহণ করবেন। বৈঠকের বিষয়ে ইতোমধ্যেই মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য ও সিনিয়র সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়ের চিফ অব জেনারেল স্টাফ, সেনা সদর দফতর, সংশ্লিষ্ট সব মন্ত্রণালয় ও বিভাগের সচিব, অ্যাসিস্ট্যান্ট চিফ অব ন্যাভাল স্টাফ (অপারেশন) নৌবাহিনী সদরদফতর, অতিরিক্ত সচিব নির্বাচন কমিশন সচিবালয়সহ নির্বাচন কমিশনের সব ঊর্ধ্বতন কর্মকর্তাকে অবহিত করা হয়েছে। কমিশন সূত্র জানায়, সহিংসতা বন্ধে দীর্ঘমেয়াদি সেনা মোতায়েনের বিষয়টি এই বৈঠকে চূড়ান্ত করা হবে। সেক্ষেত্রে গোয়েন্দা সংস্থাগুলোর মাঠপর্যায়ের প্রতিবেদনকে গুরুত্ব দেওয়া হবে বৈঠকে।

সেনাবাহিনীকে বিতর্কিত করবেন না : সেনাবাহিনীকে বিতর্কিত করার অশুভ প্রচেষ্টা থেকে বিরত থাকতে এবং একই সঙ্গে নির্দলীয় নিরপেক্ষ সরকারের দাবি মেনে নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন।

তিনি বলেন, সরকারের আজ্ঞাবহ নির্বাচন কমিশন একদলীয় নির্বাচনের ফলে জনরোষ থেকে রক্ষা পাওয়ার জন্য সেনাবাহিনী মোতায়েন করে তাদের বিতর্কিত করার অশুভ পদক্ষেপ নিচ্ছে। গতকাল এক বিবৃতিতে তিনি এ আহ্বান জানান। খন্দকার মাহবুব বলেন, সরকার একদলীয় শাসন কায়েমের জন্য দলীয় সরকারের অধীনে প্রহসনের নির্বাচনের চেষ্টা করছে। তাদের এই নীলনকশার নির্বাচন প্রতিহত করতে বিরোধী দলসহ সুশীল সমাজ প্রতিবাদ মুখর হয়েছে। সরকার হিংস্র শক্তি দ্বারা তা দমিয়ে রাখার অপচেষ্টা করছে।

এর ফলে দেশে এক সংঘাতময় অবস্থার সৃষ্টি হয়েছে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।