জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দুজন সহ-উপাচার্য গতকাল বুধবারও অবরুদ্ধ ছিলেন। উপাচার্য প্যানেল নির্বাচনের তারিখ ঘোষণার দাবিতে আট দিন ধরে তাঁদের অবরুদ্ধ করে রেখেছেন শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ঐক্য ফোরামের ব্যানারে আন্দোলনকারী শিক্ষকেরা।
প্রশাসনিক ভবনে গতকাল বিকেলে গিয়ে দেখা যায়, উপাচার্যের কক্ষে দায়িত্বপ্রাপ্ত সহ-উপাচার্য (শিক্ষা) এম এ মতিন বিশ্রাম নিচ্ছেন। সহ-উপাচার্য (প্রশাসন) আফসার আহমদ পাশের কক্ষে ঘুমাচ্ছিলেন।
এম এ মতিন জানান, উপাচার্য প্যানেল নির্বাচনের তারিখ ঘোষণার ব্যাপারে উপাচার্য আনোয়ার হোসেন এখনো কিছু জানাননি। তবে শিগগিরই এ সমস্যার সমাধান হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
এদিকে নিজেদের দাবিতে অনড় থাকার কথা নিশ্চিত করেছেন ফোরামের আহ্বায়ক মুহাম্মদ কামরুল আহসান।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।