ইকোনোমিস্ট
বাংলাদেশের রাজনীতিতে ১৯৯৬ সালে এ ধরণের ভোট একবার হয়েছিল; তখন বেগম খালেদা ছিলেন অনেকটা ট্যাংকের মতো, কেহ থামাতে পারেনি; পরে, সে ভোট খারিজ হয়, আবার ভোট করে শেখ হাসিনা ক্ষমতায় যায়। ২০০৭ সালেও তাই করছিলেন বেগম খালেদা; উনার সেনাপতি উনাকে বাধা দেন। আবারও ভোট করে শখ হাসিনা ক্ষমতায় আসে। এবার শেখ হাসিনা ঠিক একই প্যাটার্ণ অনুসরণ করে ট্যাংকের মতো সামনে যাচ্ছে!
তিন দফায় ২০৪ ঘন্টা হরতালের পর, এখন ৯৬ ঘন্টা হরতাল চলছে; শেখ হাসিনা ঠিক বেগম খালেদার মতো শুধু সামনে যাচ্ছেন: নিজদলের নমিনেশনও ঠিক করে ফেলছেন; এভাবে চলতে থাকলে ৫ই জানুয়ারী ভোট হয়ে যাবে ৫ই জানুয়ারী; সেদিন এত গন্ডগোল হবে না: মিলিটারী থাকবে।
ভোটের পর কি হবে, প্রতিদিন কি মিলিটারী থাকবে? মিলিটারী না থাকলে এখন যারা মানুষ মারছে, মানুষ পুড়ছে, ট্রেন পুড়ছে, গাছ কাটছে, বাড়ী পুড়ছে, যানবাহন পুড়ছে, তারা থামবে না; এ সব জ্বালাও পোড়াও লোকেরা তাদের ব্যবসা শুরু করে ১৯৯০ সাল থেকে; এখন এটা বড় ব্যবসা।
১৯৯৬ সালে যে পরিমাণ টাকা, সম্পদ, প্রাণ নস্ট হয়েছিল, ২০০৬ সালে তার পরিমাণ বেড়ে গিয়েছিল শত গুণে, এবার ২০১৩ সালে হাজার গুণে। আমরা এসব ধ্বংসকারীদের কখন ধ্বংস করবো?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।