আমাদের কথা খুঁজে নিন

   

২ তারকার গোলে নকআউট পর্বে পিএসজি

বুধবার রাতে ঘরের মাঠে পিএসজির পক্ষে গোল দুটি করেছেন সুইডেনের তারকা স্ট্রাইকার জ্লাতান ইব্রাহিমোভিচ ও উরুগুয়ের স্ট্রাইকার এদিনসন কাভানি।
সপ্তম মিনিটে স্বদেশী ডিফেন্ডার গ্রেগরি ভ্যান ডার ভিলের পাস থেকে দলকে এগিয়ে নেন ইব্রাহিমোভিচ। এবারের ইউরোপ সেরার মঞ্চে ইব্রার এটি অষ্টম গোল। আর এরই সঙ্গে এক মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে সবচেয়ে বেশি গোল করার রেকর্ড স্পর্শ করলেন তিনি। চলতি মৌসুমে এই রেকর্ড ছুঁয়েছেন রিয়াল মাদ্রিদের ক্রিস্টিয়ানো রোনালদোও।


তাই গ্রুপ পর্বের শেষ ম্যাচে রেকর্ডটা নিজের করে নেয়ার সুযোগ থাকছে দু’জনের সামনেই।
বিরতির পরপরই ইতালির মিডফিল্ডার মার্কো ভারাত্তি দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়লে ১০ জনে নেমে আসে পিএসজি।
ম্যাচের ৮০ মিনিটে ডিফেন্ডার কন্সট্যানটিনোস মানোলাসের লক্ষ্যভেদে সমতায় ফেরে অলিম্পিয়াকোস। তবে ৯০ মিনিটে কাভানির গোলে বিজয়ীর বেশেই মাঠ ছাড়ে ফরাসি চ্যাম্পিয়নরা।
‘সি’ গ্রুপের অপর খেলায় বেলজিয়ামের অ্যান্ডারলেখটকে তাদেরই মাঠে ৩-২ গোলে হারিয়ে নকআউট পর্বে খেলার আশা বাঁচিয়ে রেখেছে পর্তুগালের বেনফিকা।


বেনফিকার পক্ষে দুটি গোল করেছেন সার্বিয়ার মিডফিল্ডার নেমানিয়া মাতিচ ও ব্রাজিলের স্ট্রাইকার রদ্রিগো মোরেনো, মাঝের গোলটি আত্মঘাতী। আর স্বাগতিকদের দুই গোলদাতা হলেন কঙ্গোর ডিফেন্ডার চানসেল মাবেমবা ও বেলজিয়ামের মিডফিল্ডার মাসিমো ব্রুনো।
পাঁচ ম্যাচ শেষে ১৩ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষস্থান নিশ্চিত করেছে পিএসজি। বেনফিকা ও অলিম্পিয়াকোসের সমান সাত পয়েন্ট পেলেও গোল ব্যবধানে এগিয়ে গ্রিসের দলটি।
গ্রুপ রানার্সআপ হয়ে নকআউট পর্বে ওঠার লক্ষ্যে বেনফিকার পরীক্ষাটা অবশ্য তুলনামুলক কঠিন, কেননা তাদের লড়তে হবে পিএসজির বিপক্ষে।


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।