লোকে বলে আমি ভালো কিছুদিন আগে এক জায়গায় জব ইন্টাভিউ দিতে গিয়ে মজার এক পরিস্থিতির সম্মুখীন হই। প্রশ্নকর্তা এই সেই জিজ্ঞেস করার ফাঁকে জানিয়ে দিলেন তাদের হেড অফিস থেকে লেডি কলিগ নেয়ার ব্যাপারে অনীহা প্রকাশ করেছে। তারা বলে দিয়েছে এরা অফিসে নানা ঝামেলার কারন আর কাজের না। এইসব বলতে বলতে তিনি উদাহরনে বললেন বাঘ আর হরিনের কথা। তার ভাষ্যমতে বাঘের কাজ বাঘের দ্বারাই সম্ভব আর হরিণের কাজ হরিণের দ্বারা।
ন্যাশনাল জিওগ্রাফির কথাও তিনি বললেন-ন্যাশনাল জিওগ্রাফিতে বাঘ যখন হরিণের উপর থাবা দেয় তখন নাকি উনার খুবই মায়া লাগে। তখন কিছু মাথায় আসেনাই। অনেক কথাই বলে ফেললাম। কিন্তু পরে এসে একটা কথা মনে হয় বলা উচিত ছিল। যেটা বলা উচিত ছিল সেটা হল বাঘ হরিণরে থাবা দিবে সেটাই ত স্বাভাবিক।
এক্ষেত্রে ছেলে মেয়ের তুলনা আসে কিভাবে। এটাও ত হতে পারে মহিলা বাঘ পুরুষ হরিণকে থাবা দিল ভোজনের জন্য সেটা বললে প্রশ্নকর্তার প্রতিক্রিয়া কি হত সেটাই চিন্তার বিষয় ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।