.............। ..............................
খুব আনন্দিত হয়েছিলাম জনাব কাজী সালাহউদ্দীনকে বাফুফের দায়িত্বভার নিতে দেখে। বাংলাদেশের একজন কিংবদন্তি ফুটবল খেলোয়াড় যিনি কিনা ইউরোপেও খেলে আমাদের নাম উজ্জল করেছিলেন। তার মত একজন মানুষ যখন আমদের মৃতপ্রায় ফুটবল গৌরব উদ্ধ্বারের লক্ষ্য নিয়ে,এই দেশের ফুটবল নিয়ন্ত্রক সংস্থার সর্বোচ্চ পদটিতে আসেন তখন পুলকিত হতে হয় বৈকি। সাথে সাথে উনার ব্যক্তিত্বও প্রশংসা করার দাবী রাখে।
কিছু কাজ উনি করেছেন যা কিনা ভবিষ্যতের জন্য আশা ব্যঞ্জক। আবার কিছু চমক ও দেখিয়েছেন যেমন মেসির মত খেলয়াড় বাংলাদেশে খেলে যাওয়া এবং রেকর্ড পরিমান টাকায় স্পন্সর যোগার করা ইত্যাদি।
কিন্তু সমস্যা এক জায়গাতেই, উনি সব সময় সব কিছুতে শুধু বলে থাকেন আমি আমি আমি[/sb ।
যেমন -: আমার তো এতো মাঠ নেই,আমি বিশ্বকাপে খেলতে পারবো, আমি এগোতে পারবো,আমার দলের উন্নতি হচ্ছে ইত্যাদি।
ওনাকে সম্মান জানিয়ে বলতে চাই একজন ভাল নেতা বা সংগঠকের ভাষা “আমরা বা আমাদের “ হওয়া উচিত।
কারন যে কোন সফলতার মূল মন্ত্রই হচ্ছে টিম ওয়ার্ক “ We do it together, share the success and failure together , that’s called a team”
ওনার সফলতা কামনা করছি। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।