আমাদের কথা খুঁজে নিন

   

কবি নয়, প্রভু মাইক করে দাও



মাইককে আমি পাই ভীষণ ভয় ক্ষীণ স্বরকে সে করে বিকটময়। তাকেই দিলাম প্রণাম সহস্র ভক্তি সুক্ষ্ণকে বড় করার কী দুর্লভ শক্তি। আমি না পারি বলতে এভাবে হয়েছি মুক ধ্যানে জ্ঞানে স্বভাবে। আমিতো ক্ষীণ স্বরা দুর্বল ভাবে দেখাই পূর্ণ সুবোধ নির্মল। আমি নির্বাক ওষ্ঠে নিয়ে করতল যখন রিক্সাচালকের ফাঁপা ওষ্ঠে সজল।

গরিবের গাল যেন জ্যৈষ্ঠের কাঁঠাল কাঁচা না পাকা দিয়ে দেখে তাল। ভদ্র ছিলাম যখন থামিয়ে গাড়ী তবারক নিয়ে গেল এক পোশাকধারী। নির্বোধ থাকি দেখে চতুর ডাক্তারি পথ্য নেব কী, কথায় পকেট খালি। কাশির জন্য দেখি ল্যাবের পাড়া অর্ঘ্য না সপিলে রোগ যায় না ধরা। কী আর বলব নিয়ে অবলারে পথে ঘাটে মাঠে শুধু ভ্রমর উড়ে।

আজও বুঝিনি আকবর চাচারে কী দেখেন তিনি সিনেমার পোষ্টারে। হুজুর আমলা সুশীল কামলা করছে কী আহা করছে কী? নিচ্ছে সবি শুধু দিচ্ছে ফাঁকি। দেখি, শুনি, বুঝি সবই ফাঁকি করতে পারে না কিছুই এই দুর্বল কবি। কবি দুর্বল প্রমাণ লাগবে করেছে প্রমাণ মন্ডলের মেয়ে বাসররাতে।


সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।