আমাদের কথা খুঁজে নিন

   

৫ নেতার মুক্তির আহ্বান জার্মান রাষ্ট্রদূতের

সম্প্রতি গ্রেপ্তারকৃত বিরোধী দলের পাঁচ নেতাকে দ্রুত মুক্তি দেয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত আলব্রেখৎ কনুৎসে। নির্বাচনের আগ মূহুর্তে আলোচনার সময় ফুরিয়ে যাচ্ছে। এখনই সমঝোতার লক্ষে সরকারের এ উদ্যোগ নেয়া উচিৎ। তিনি আরও জানান, একই সঙ্গে বিরোধী দলেরও ছাড় দিয়ে আলোচনায় এগিয়ে আসা প্রয়োজন।

আজ নতুন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের দেয়া স্টেটমেন্টে তিনি এসব কথা জানান।

আলব্রেখৎ কনুৎসে জানান, একেবারে শেষ সময়ে জাতিসংঘের সহকারি মহাসচিব অস্কার ফারনানদেজ তারানকো বাংলাদেশে আসছেন। এটা ইতিবাচক। তিনি সঠিক সময়ই আসছেন বলে উল্লেখ করেন এই কূটনীতিক। 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।