আজ থেকে শুরু হচ্ছে সাউথ এশিয়ান ব্যান্ড ফেস্টিভ্যাল। দক্ষিণ এশিয়ার ব্যান্ডগুলোর সবচেয়ে বড় আয়োজন এটি। এ অঞ্চলের বিখ্যাত ব্যান্ড এতে অংশ নেয়। ভারতের দিলি্লতে পুরান কিলায় শুরু হওয়া এ আসর চলবে আগামী ১ ডিসেম্বর পর্যন্ত। 'সাউথ এশিয়ান ব্যান্ডস ফেস্টিভ্যাল-২০১৩' শিরোনামে তিন দিনব্যাপী এ উৎসবের আয়োজন করছে ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশনস।
উৎসবে আজ গান পরিবেশন করবে বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ড এলআরবি।
'সাউথ এশিয়ান ব্যান্ডস ফেস্টিভ্যাল-২০১৩' আসরে যোগ দেওয়ার আগে এলআরবির প্রধান সদস্য আইয়ুব বাচ্চু বলেন, 'সাউথ এশিয়ান ব্যান্ড ফেস্টিভ্যালে পাঁচ দিন থাকব। অনুভূতিটাও ভালো। আশা করি, সময়টা ভালোই কাটবে। ' আজ গান পরিবেশন উপলক্ষে ফেসবুকে তার সঙ্গে যোগাযোগ হয়।
আইয়ুব বাচ্চু বলেন, 'উদ্বোধনী দিনেই আমরা পারফর্ম করছি। বিষয়টি খুবই আনন্দের। আর আসরটি বড়। অনেক ভালো ব্যান্ডও রয়েছে। ' ব্যান্ড সংগীতের গুণগত মানে বাংলাদেশের অবস্থান প্রসঙ্গে তিনি বলেন, 'অবশ্যই খুব ভালো অবস্থানে রয়েছে আমার দেশের অবস্থা।
তা না হলে উদ্বোধনী দিনে সুযোগ পাওয়া মুশকিল হতো না?'
তিন দিনের উৎসবে বাংলাদেশের এলআরবি ছাড়াও গান গাইবে কোরিয়া, পাকিস্তান, আফগানিস্তান, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান, মালদ্বীপ ও ভারতের বিভিন্ন অঙ্গরাজ্যের জনপ্রিয় কয়েকটি ব্যান্ড দল।
এদিকে আইয়ুব বাচ্চু এখন একই সঙ্গে দুটি অ্যালবামের কাজ নিয়ে ব্যস্ত। একটি তার নিজের একক এবং অন্যটি ব্যান্ড এলআরবির। বেশ কয়েকটি গানের কাজ শেষও হয়েছে। অ্যালবাম দুটি ডিজিটাল পদ্ধতিতে মুক্তি দেওয়া হবে বলে জানান আইয়ুব বাচ্চু।
নতুন দুটি অ্যালবামের কাজ করার পাশাপাশি তিনি রিয়েলিটি শো নিয়েও ব্যস্ত রয়েছেন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।