আমাদের কথা খুঁজে নিন

   

ড. কামাল ‘চক্রান্তে’: ১৪ দল

বৃহস্পতিবার ১৪ দলের এই বৈঠকের পর নেতারা ‘অশুভ চক্রান্ত’ থেকে বিরত থাকতে কামাল হোসেনের প্রতি আহ্বানও জানিয়েছেন।
জোটের মুখপাত্র মোহাম্মদ নাসিম বলেন, “আমরা ড. কামালের বক্তব্যের তীব্র নিন্দা জানাই এবং তাকে চক্রান্ত থেকে বিরত থাকার আহ্বান জানাব। ”
২০০৭ সালে সেনা সমর্থিত সরকারকে সমর্থন জানিয়ে ড. কামালের ভূমিকা তুলে ধরে তিনি বলেন, “তথাকথিত সুশীল সমাজের নামে ড. কামালের হোসেনের নেতৃত্বে অশুভ তৎপরতা শুরু হয়েছে। ”
নির্বাচনকালীন সরকার নিয়ে দুই প্রধান দলের মতবিরোধে চলমান সহিংসতয় উদ্বেগ জানিয়ে  মঙ্গলবার রাষ্টপতির সঙ্গে দেখা করেন কামাল হোসেনসহ নাগরিক সমাজের ছয় প্রতিনিধি।
এক সময়ের এই আওয়ামী লীগ নেতা পরদিন এক সংবাদ সম্মেলনে বলেন, প্রধানমন্ত্রী পদত্যাগ করলে বর্তমান সঙ্কটের সমাধান এক মিনিটেই হয়।


তার ওই বক্তব্যের জবাব দিতেই বৃহস্পতিবার ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর কার্যালয়ে বৈঠকে বসেন ১৪ দলের নেতারা। একই সময়ে ওই কার্যালয়ে শেখ হাসিনার সভাপতিত্বে আওয়ামী লীগের পার্লামেন্টারি বোর্ডের বৈঠকও চলছিল।
নাসিম বলেন, “যে কোনো ব্যক্তি যে কোনো বিষয়ে উদ্যোগ নিতে পারেন। তাতে আমাদের কোনো আপত্তি নেই।
“যখন আলোচনা চলছে।

তখন ডক্টর কামাল আকস্মিকভাবে বললেন, মাননীয় প্রধানমন্ত্রীকে পদত্যাগ করতে হবে। মেয়াদ শেষের আগে প্রধানমন্ত্রী কিভাবে পদত্যাগ করবেন? ড. কামাল জেনেশুনে জ্ঞানপাপীর মতো কথা বলছেন। ”
“ড.কামাল তার ভালো কথার আড়ালে অসাংবিধানিক শক্তির উত্থান চান,” বলেন সাবেক এই স্বরাষ্ট্রমন্ত্রী।
ড. কামাল হোসেন (ফাইল ছবি) সংবিধানের ৫৭(৩) অনুচ্ছেদ উল্লেখ করে নাসিম বলেন, “তিনি (কামাল হোসেন) তো সংবিধানের রচয়িতা। সংবিধানে লেখা আছে।

সেখানে কোনো অস্পষ্টতা নেই। ”
ড. কামাল হোসেন (ফাইল ছবি)
সংবিধানের ৫৭(৩) অনুচ্ছেদে বলা আছে, ‘প্রধানমন্ত্রীর উত্তরাধিকারী কার্যভার গ্রহণ না করা পর্যন্ত প্রধানমন্ত্রীকে স্বীয় পদে বহাল থাকিতে এই অনুচ্ছেদের কোনো কিছুই অযোগ্য করিবে না। ’
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য নাসিম বলেন, “এদের স্বরূপ বাংলাদেশের মানুষ জানে। এদের স্বরূপ উন্মোচনের সময় এসেছে। ”
ওয়ান-ইলেভেনের সময়কার কথা তুলে ধরে তিনি বলেন, “ডক্টর কামাল বলেছিলেন, তিন মাসের সরকার অনির্দিষ্টকালের জন্য চলতে পারে।

এখন তিনি যে কথা বলছেন, তার পেছনে উদ্দেশ্য আছে। ”

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।