অনেক হয়েছে !অনেক!!এইবার জরুরী অধিবেশন ঢেকে সংসদে আইন পাশ করা হোক। সে দল হরতাল,অবরোধ ডাকবে, যদি সেই হরতাল,অবরোধে কারো প্রাণহানি ঘটে,অগ্নি সংযোগ করা হয়, তাহলে সেই দলের প্রেসিডেন্ট/সেক্রেটারীকে মৃত্যুদন্ডের বিধান রেখে আইন পাশ হোক। জানি মানবাধিকারের ঝান্ডাধারীকে একে বলবে কালো আইন, ব্রিটিশ পার্লামেন্ট,আমেরিকান সংগ্রেসে নিন্দার ঝড় বয়ে যাবে, তবুও এটা চাই। আমাকে পুড়িয়ে মারলে হেফাজতের ঝান্ডা উড়েনা, মানবাধিকার লংগিত হয়না, ব্রিটিশ আমেরিকায় হা হুতাশ শুরু হয়না। যত মানবাধিকার এই নিজামী-গোলামদের জন্যই বরাদ্ধ থাকে। কারন ওদের আছে ডলার, আর আমার পেটে নাই ভাত!
আমাকে আগুনে পুড়িয়ে মারলে খালেদার মসনদে যাবার পথে বড় অগ্রগতি হয়, আর হাসিনার ভোট বাড়ে, তাতে তার মসনদ পাকাপোক্ত হয়!!! আফসুস , আমাকে মারতে পারলে গোলাম আজম মুক্তির স্বাদ পায়, .........
তবে কেন আমি মরবো? বুদ্ধিজীবী নামক কীটেরা বলে হরতাল গনতান্ত্রিক অধিকার , তাহলে হরতাল না মানাও আমার অধিকার, পেটের ভাত জোগাড় করা আমার অধিকার। দুঃখিত , উনারা সেটা বলেন না। সুতরাং ফাক দিস ডেমোক্রেসি । আমি বাঁচতে চাই , বাঁচতে চাই ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।