'কউন বনেগা ক্রোড়পতি ২০১৩'র প্রথম নারী কোটিপতির নাম ফিরোজ ফাতিমা সাহরানপুর। সিজনের শেষ পর্বে এসে কেবিসি ২০১৩ পেল একজন নারী কোটিপতি। রবিবারে কেবিসি ২০১৩'র শেষ পর্বে দেখানো হবে ফাতিমার স্বপ্নের যাত্রা।
অসুস্থ বাবার ঋণ কিছুটা শোধ করবেন বলে কেবিসিতে অংশ নিয়েছিলেন উত্তর প্রদেশের বিজ্ঞানের স্নাতক ফাতিমা। তিনি সাংবাদিকদের জানান, শেষ পর্বের আগের পর্বে হট সিটে পৌঁছতে না পেরে খুব হতাশ হয়ে পড়েছিলাম।
কিন্তু শেষ পর্যন্ত ফাস্টেস্ট ফিঙ্গার ফার্স্ট জিতে হট সিটে বসার সুযোগ পাই। যতক্ষণ না দর্শকরা হাততালি দিয়ে উঠেছিল আর অমিতাভজি আমাকে জড়িয়ে ধরছিলেন আমি তো বুঝতেই পারিনি ১ কোটি টাকা জিতে গেছি।
সংবাদ পত্র ও নিউজ চ্যানেল থেকে পাওয়া তার সাধারণ জ্ঞানই জেতার জন্য কাজে এসেছে বলে মনে করেন ফাতিমা। জেতা টাকা দিয়ে বাবার ঋণ শোধ করতে চান তিনি। আর তার ইচ্ছা নিজের পড়াশোনা এগিয়ে নেবেন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।