মতিহার থানার ওসি আব্দুল মজিদ জানান, শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে এই দুর্ঘটনা ঘটে।
নিহত সাবরিনা জাহান বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্রী ছিলেন। তার বাড়ি বগুড়ার কাহালুতে।
আর আহত সুমী আক্তার চারুকলা দ্বিতীয় বর্ষে পড়ছেন। তারা দুজনেই বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলের আবাসিক ছাত্রী।
মতিহারের ওসি জানান, সকালে হল থেকে রিকশায় করে আরেক বান্ধবীর সঙ্গে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের দিকে যাচ্ছিলেন সাবরিনা ও সুমি। ঢাকা-রাজশাহী মহাসড়ক পার হওয়ার সময় মাঝ রাস্তায় রিকসার লোহার কাঠামো ভেঙে গেলে তিন আরোহী রাস্তায় ছিটকে পড়েন।
এ সময় পেছন থেকে দ্রুতগতিতে আসা একটি অটোরিকশা সাবরিনার মাথা ও সুমির শরীরের উপর দিয়ে যায়। তবে আরেক শিক্ষার্থী অক্ষত থাকেন।
সাবরিনা ও সুমীকে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে বেলা ১২টার দিকে চিকিৎসকরা সাবরিনাকে মৃত ঘোষণা করেন।
সুমির অস্ত্রোপচার করা হয়েছে বলেও জানান ওসি।
রোকেয়া হলের প্রাধ্যক্ষ অধ্যাপক জান্নাতুল ফেরদৌস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সাবরিনার লাশ হাসপাতালেই আছে। সুমীর অবস্থাও ভাল নয়। ”
এদিকে দুর্ঘটনার পর ক্যাম্পাসে শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে শোকের ছায়া নেমে আসে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ-উপাচার্যসহ শিক্ষকরা দুই ছাত্রীকে দেখতে হাসপাতালে ছুটে যান।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।