আমাদের কথা খুঁজে নিন

   

আমি এবং একদল টোকাই

আমার দুনিয়ায় আপনাকে স্বাগতম ।

আজকে আপনাদের সাথে শেয়ার করব জীবনে প্রথম বির্তকিত হয়ে যেভাবে টোকাই এর আক্রমণ এর শিকার হয়েছিলাম । তখন আমি ক্লাশ এইট এ পড়ি । ছিলাম গাইবান্ধার পশ্চিমপাড়ায় । আমরা বাসা ভাড়া নিয়ে নয়জন ছিলাম মেস সিস্টেম করে ।

সেখানে চারজন বড় বড় ভাই ,দুইজন ছোট ভাই এবং আমিসহ আমার দুই বন্ধু (সৌরভ এবং পলাশ ) ছিলাম । দুইজন ছোটভাইয়ের মধ্যে একজনের নাম শুভ । ঝামেলাটা অবশ্য সেই শুভকে নিয়ে । সে একটু উত্শৃঙ্খল টাইপের ছিল । এই বয়সে একটু কিন্তু খারাপ কিছু না ।

বয়সের জন্য হওয়াটা স্বাভাবিক । শুভ ছিল সমকামি !!!!!সে নাকি শহরের চিপা অলি গলিতে এমনি বাসায় ওনাকি এ কুকর্ম !চালাত । একদিন বাসায় সেই শুভই কথাটা এক বড় ভাইকে বলে । আমরা বন্ধু স্কুল থেকে এসে ঘটনাটা শোনার পর বড়ভাই সহ তিনবন্ধু মিলে শুভকে বোঝানোর চেষ্টা করতেছিলাম এর অপকারিতা এবং গোনাহ্ সম্পর্কে । এর কিছু দিন পর আমি এবং পলাশ শহরে গেছি কোন একটা কাজে ।

শহর থেকে বাসায় আসতে অবশ্য রেল স্টেশন ক্রস করতে হয় । শহর থেকে আসার পথে কয়েকটা টোকাই আমাদের ফলো করে এবং স্টেশনে টোকাইদের সাথে কথা কাটাকাটি এবং এক পর্যায়ে হাতাহাতি হয় । টোকাই এর বিষয়টা সে জানত কেননা ওর ইশারাতে অনাকাঙ্খিত ঘটনা ঘটে । অর পরও সে ওই কাজ চালিয়ে গেলে । একবছর পর যখন ওর দেখা সেই আগবাড়িয়ে ওই সমকামিতার বিষয়টা বলল সে নাকি ছেড়ে দিয়েছে ।

পরে খোজ নিয়ে দেখা গেল ওর নাকি মানসিক সমস্যা আছে । এখন সে মোটামুটি সুস্থই । যাক কয়েকটা টোকাইয়ের সাথে কথা কাটাকাটি বা হতাহাতি ব্যাপার না কিন্তু সে তো তার সমকামিতার কুঅভ্যাস অকপটে ছেড়ে দেওয়ার কথা বলেছিল এতেই আলহামদুলিল্লাহ ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।