আমাদের কথা খুঁজে নিন

   

PayPal এর সাতকাহন। কেন একাউন্ট লিমিট হয় ও লিমিট হলেই উদ্ধার করুন আপনার একাউন্ট

প্রথমেই সকলকে আমার সলাম ও আন্তরিক অভিনন্দন। আশা করি সকলেই ভাল আছেন। বেশ কয়েকদিন আগে আমি একটি টিউন করেছিলাম PayPal একাউন্ট লিমিট ও সেটা উদ্ধার পাবার প্রক্রিয়া নিয়ে। টিউন করার পর অনেকে আমাকে USA ড্রাইভিং লাইসেন্স, ব্যাংক স্টেটমেন্ট, ইলেক্ট্রিসিটি বিলের অনুলিপি করে দিতে বলেন। আমি অনেককেই করে দিয়েছি (কিছু পারিশ্রমিকের বিনিময়ে) এবং ইনশাআল্লাহ একজন ছাড়া বাকি সকলের একাউন্ট নরমাল হয়েছে।

এছাড়া আমি অনেকের কাছ থেকে ফোন ও ফেসবুকে নানা রকম জিজ্ঞাসা শুনতে পাই। আজকের টিউনটি মূলত নানা প্রশ্নের উত্তর বলতে পারেন। এসব প্রশ্নের উত্তর মনে হয় টেকটিউন্সে থাকতে পারে। তাই প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি তাদের কাছে যদি এই বিষয়ে কেউ লিখে থাকেন। লেখাগুলা একান্তই আমার নিজের গবেষণা থেকে লেখা
সবচেয়ে বেশি যেই প্রশ্নটি শুনেছি সেটি হল লিমিট হবার কারণ কী? সহজ উত্তর হল যখন আমরা Bank Account Confirm করি তখন PayPal আমাদেরকে বলে মাস্টারকার্ড লিঙ্ক করতে।

প্রায় সকলের কাছেই এখন Payoneer MasterCard আছে। যেটা অনেকেই লিঙ্ক করেন। মূলত ভুলটা এখানেই। আমরা Payoneer এর কার্ড বাংলাদেশের ঠিকানায় আনি। যখন কার্ড লিঙ্ক করি তখন PayPal আমারদের কার্ডের বিলিং এড্রেস ম্যাচ করে দেখে ঠিক আছে কিনা।

যারা আগে থেকে Payoneer এর বিলিং এড্রেস পরিবরতন করেন তাদের কোন সমস্যা হয় না। নিচের ছবি দেখলেই বুঝতে পারবেন

উপরের ছবি ২টা দেখেই বুঝতে পারছেন Payoneer ও PayPal এর ঠিকানা মোটামুটি একই।   PayPal শুধুমাত্র Address line 1, 2 City এবং Zip code মিলিয়ে দেখে। এখন কার্ড লিঙ্ক করলেও সমস্যা নেই। কারণ PayPal কখনো Country মিলায় না
এটা গেল প্রথম সমস্যার সমাধান।

দ্বিতীয় ভুল যেটা অনেকেই করেন সেটা হল PayPal এ Dollar না থাকলে ব্যাংকের মাধ্যমে Pay করতে যাওয়া। অনেকেই জানেন আবার অনেকে নাও জানতে পারেন যে Payoneer থেকে PayPal এ ক্রেডিট ট্রান্সফার নিষিদ্ধ। আপনি  Pay করতে গেলেই Transaction Cancel হয়ে আপনার PayPal একাউন্ট লিমিট হয়ে যাবে।
পরবর্তীতে যেটা কতিপয় User ভুল করেন সেটা হল অসাবধানবশত বিভিন্ন দেশের IP দিয়ে PayPal এ লগইন করেন। যার কারণে PayPal, as a security precaution আপনার একাউন্ট লিমিট করে রাখবে
এই তো গেল লিমিট হবার কিছু উল্লেখযোগ্য কারণ।

লিমিট হবার সাথে সাথেই PayPal আপনাকে Photo ID, Bank Statement, Utility Bill এর কপি দিতে বলবে যাতে তারা নিশ্চিত হতে পারে একাউন্ট owner আপনি। গত টিউনের পর আমাকে কয়েকজন Photo ID তৈরি করে দিতে বলেন। আমি Photoshop এর কল্যাণে কয়েকজনকে করে দিয়েছি। এবং তারা একাউন্ট নরমাল হবার পর আমাকে জানিয়েছে। আপনাদের সামনে কয়েকটা Sample দিলাম।

যদিও নাম, ঠিকানা গুলো পরিবর্তন করে দেওয়া হয়েছে...

এবং সর্বশেষ আমার জন্য নতুন একটি বানানো...
আমার একাউন্ট লিমিট হয়েছে, ফেরত এনেছি। অন্যদের ফেরত এনে দিয়েছি। যদি কারোর এরকম ফটো আইডি লাগে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি আপনার PayPal একাউন্ট ফেরত আনার ব্যপারে যথাসম্ভব সাহায্য করব। তবে একটা বিষয় খেয়াল রাখবেন আপনার ঠিকানা পরিবর্তন করে California স্টেটের যেকোন ঠিকানা দিতে হবে।

আমি সাধ্যমত আপনাকে সাহায্য করব। আর যারা Photoshop এর কাজ পারেন তারা ইনশাআল্লাহ পারবেন আশা করি।
অনেকে আমার কাছে PayPal একাউন্ট খোলার ব্যাপারে জানতে চেয়েছিলেন। তারা সাজেদুল ভাই এর এই টিউনটা দেখতে পারেন http://www.techtunes.com.bd/paypal/tune-id/194216
আমার কাছে ২টা USA ভেরিফাইড PayPal একাউন্ট আছে যেগুলা আমার রুমমেটদের নামে রেজিস্টার্ড। কিন্তু আমরা মেডিকেলের ছাত্র বিধায় সেভাবে Freelancing করি না।

যদি কারো লাগে যোগাযোগ করতে পারেন। কারোর উপকারে আসলে ভাল লাগবে। যেকোন সাহায্য বা পরামর্শের জন্য যোগাযোগ করতে পারেন (হোক সেটা মেডিকেলিও অথবা প্রযুক্তিগত)
আমি যেকোন ভাবে আপনাদের উপকারে আসতে পারলেই কৃতজ্ঞ থাকব।
Facebook - https://www.facebook.com/reborn.abir Phone - 01712-327127, 01915-139136

সোর্স: http://www.techtunes.com.bd/     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।