আমাদের কথা খুঁজে নিন

   

রাগ মোচন !

আমি একজন পর্যটন কর্মী। বেড়াতে, বেড়ানোর উৎসাহ দিতে এবং বেড়ানোর আয়োজন করতে ভালোবাসি।

অথচ দেশে সঙ্ঘাত-প্রাণহানির মইধ্যে তারা রাগ মোচন করছে! রাগ সঙ্গীতের আসর বসিয়েছে। দিদা ও দাদারা এসেছে- রাগ-সঙ্গীতের আসর বসেছে। আহা কী শান্তি- রিলাক্স।

রিলাক্স। রিলাক্স। কী আনন্দ। আর আগুনে পুড়ে বার্ন ইউনিটে কাতরায় আমার ভাই, স্বজন, প্রিয় মানুষ। তাদের নিয়ে নতুন রাজনীতি হয়- সংবাদ রাজনীতি-দলীয় রাজনীতি।

একটা মিক্সড পলিটিক্স। বিচার হয় না কারো। হবেও না। কী নির্মম, কি নিষ্ঠুর-নোংরা মানবিকতার গল্প শোনায় ওরা। কী নির্মম-উল্লাস! তারাও মানুষ।

ভাবতে অবাক লাগে। তারা কাউরে পছন্দ না অইলে জমাত বানায়। জঙ্গি বানায়। তেতুল বানায়। আর এই সব নিয়া পুরা জাতিরে চোদনা বানায়।

আহারে মানুষ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১০ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।