আমাদের কথা খুঁজে নিন

   

লাশ গুমের অভিযোগ দুঃখজনক: জিওসি সরওয়ার্দী

সেনাবাহিনীর নবম পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল সৈয়দ হাসান সরওয়ার্দী বলেছেন, লাশ গুমের ব্যাপারে যে অভিযোগ উঠেছে, তা সত্য নয়। এটা খুবই দুঃখজনক। ’ তিনি বলেন, বিজিএমইএ ও জেলা প্রশাসনের কাছে শ্রমিকদের তালিকা চাওয়া হয়েছিল। তালিকা এখনো পাওয়া যায়নি। তালিকা পাওয়ার পর লাশ গুম নিয়ে বিভ্রান্তি দূর হবে।


আজ বৃহস্পতিবার দুপুরের দিকে সাভারে ধ্বংসস্তূপের পাশে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন জিওসি।
মেজর জেনারেল সৈয়দ হাসান সরওয়ার্দী জানান, চার দিন ধরে ভারী যন্ত্র ব্যবহার করে ৪৩৩টি মরদেহ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে হস্তান্তর করা হয়েছে ৩৭৪টি। বিভিন্ন হাসপাতালে চিকিত্সাধীন আরও ৩৫১ জন। আরও লাশ থেকে থাকলে উদ্ধার অভিযান চলবে।

লাশ থাকলে সেগুলো উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তরের ব্যবস্থা করা হবে। ।

সোর্স: http://www.prothom-alo.com     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।