ইকোনোমিস্ট
১৯৯৬ সাল থেকে বাংলাদেশে ককটেল, পেট্রোল বোম্ব ও গান পাউডার দিয়ে যানবাহন পোড়ায়ে, মানুষ পোড়ায়ে দেশে ভয়াবহ অরাজকতা সৃস্টি করে তিনটি রাজনৈতিকদল ক্ষমতায় আরোহন করেছে, এ বারও সে চেস্টা চালানো হচ্ছে। এ তিনটি রাজনৈতিক দল ব্যতিত অন্য রাজনৈতিক দলের সদস্যরাও বোমাবাজি করছে।
বড় তিনটি দলের মাঝে, দুইজন ককটেল সম্রাট আছে, বিএনপির 'ককটেল সম্রাট'কে সরকার আটক করেছে। কিন্তু সরকারের নিজস্ব ককটেল সম্রাট এখন মুক্ত। তা'ছাড়া ককটেলের 'সোল এজেন্ট' শিবিরের প্রতিটি সদস্য বোমাবজিতে প্রশিক্ষণ প্রাপ্ত। জামাত বা শিবিরের কারা 'ককটেল ফাইন্যানসিং' নিয়ন্ত্রণ করে তা বলা মুশকিল, কারণ তাদের এ ধরণের লোক কয়েক'শ বা তারো বেশী হবে।
জামাতের ককটেল সম্রাট হিসেবে জামাতের সব নেতাদের বিচার করা দরকার। বিএনপি'র ককটেল সম্রাট ও আওয়ামী লীগের ককটেল সম্রাটকে জনতার পক্ষ থেকে কি করা উচিত?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।