আগামী ১২ জুন সাও পাওলো স্টেডিয়ামেই বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ হওয়ার কথা।
ব্রাজিলের সবচেয়ে বড় শহর সাও পাওলোর এই স্টেডিয়ামের নির্মাণ কাজ শেষ করার জন্য দ্রুতগতিতে কাজ চলছিল। কিন্তু গত বুধবার স্টেডিয়ামের ছাদের একটি অংশ ওঠানোর সময় একটি ক্রেন ভেঙ্গে পড়ে।
এই দুর্ঘটনায় দুজন শ্রমিক নিহত এবং কয়েকজন আহত হওয়া ছাড়াও স্টেডিয়ামের বাইরের দিকের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে স্টেডিয়ামটির নির্মাণ কাজ যে শেষ হচ্ছে না তা প্রায় নিশ্চিত।
স্টেডিয়ামটির যে অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে তা তৈরি করতে ৩৫ দিনের মতো সময় লেগেছিল। অর্থাৎ ঐ অংশ আবার তৈরি করতে ফিফার বেঁধে দেয়া সময়সীমা পেরিয়ে যাবে। একটি সূত্র অবশ্য জানিয়েছে, এর দ্বিগুণ সময়ও লাগতে পারে।
স্টেডিয়ামটির নির্মাতা প্রতিষ্ঠান জানিয়েছে, তারা আগামী সোমবারের মধ্যে আবার নির্মাণ কাজ শুরু করতে চায়। তবে শ্রমিক ইউনিয়ন জানিয়েছে, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এক মাস কাজ বন্ধ থাকতে পারে।
নির্মাণ কাজে বিলম্ব, দুর্ঘটনা, ব্যয় বৃদ্ধি এবং সরকার বিরোধী বিক্ষোভে এমনিতেই বিশ্বকাপের আয়োজক কমিটি বিপাকে। এই দুর্ঘটনা তাদের সমস্যা আরো বাড়িয়ে দিয়েছে।
সাও পাওলোর আগে ব্রাসিলিয়া এবং মানাউস স্টেডিয়ামেও দুর্ঘটনায় শ্রমিক নিহত হয়েছে। এই তিনটি স্টেডিয়ামের নির্মাণ কাজ ডিসেম্বরের মধ্যে শেষ করা নিয়ে সংশয়ে আছে আয়োজক কমিটি।
সাও পাওলো স্টেডিয়ামের নির্মাণ কাজ অবশ্য ৯৪ শতাংশর মতো শেষ হয়েছে।
বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচের পর একটি সেমি-ফাইনালসহ আরো পাঁচটি ম্যাচ এই স্টেডিয়ামে হওয়ার কথা।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।