দশম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ দলীয় বর্তমান ৪৮ জন সাংসদ মনোনয়ন পাননি। এরমধ্যে সাবেক ও বর্তমান চারজন মন্ত্রী রয়েছেন। তাঁরা হলেন বর্তমান পরিকল্পনা মন্ত্রী একে খন্দকার, সাবেক মত্স্য ও প্রাণীসম্পদ মন্ত্রী আবদুল লতিফ বিশ্বাস, তথ্য ও প্রযুক্তি মন্ত্রী মোস্তফা ফারুক মোহাম্মদ, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার, সাবেক বিদ্যুত্ প্রতিমন্ত্রী এনামূল হক। তবে বাদ পড়া মন্ত্রীদের তালিকায় সাবেক যোগাযোগ মন্ত্রী সৈয়দ আবুল হোসেনকে মন্ত্রীদের তালিকা ধরা হয়নি।
বাদ পড়লেন যাঁরা— দিনাজপুর-৬ আজিজুল হক (মনোনয়ন পেয়েছেন মো. শিবলী সাদিক), রংপুর-৬ আবুল কালাম আজাদ (মনোনয়ন পেয়েছেন শেখ হাসিনা)।
চাঁপাইনবাবগঞ্জ-১ এনামুল হক (মনোনয়ন পেয়েছেন মো. গোলাম রব্বানী), চাঁপাইনবাবগঞ্জ-২ জিয়াউর রহমান (মনোনয়ন পেয়েছেন মো. গোলাম মোস্তফা বিশ্বাস), রাজশাহী-৩ মেরাজউদ্দিন মোল্লা (মনোনয়ন পেয়েছেন মো. আয়েন উদ্দিন), নাটোর-২ আহাদ আলী সরকার(শফিকুল ইসলাম শিমুল), সিরাজগঞ্জ-১, তানভীর শাকিল জয় (মনোনয়ন পেয়েছেন মোহাম্মদ নাসিম), সিরাজগঞ্জ-৪ শফিকুল ইসলাম (মনোনয়ন পেয়েছেন তানভীর ইমাম), সিরাজগঞ্জ-৫ আবদুল লতিফ বিশ্বাস (মনোনয়ন পেয়েছেন আব্দুল মজিদ মন্ডল), সিরাজগঞ্জ-৬ চয়ন ইসলাম(মনোনয়ন পেয়েছেন মো. হাসিবুর রহমান খান স্বপন), পাবনা-২ একে খন্দকার (মনোনয়ন পেয়েছেন খন্দকার আজিজুল হক আরজু),
মেহেরপুর-১ জয়নাল আবেদিন (মনোনয়ন পেয়েছেন ফরহাদ হোসেন দোদুল), কুষ্টিয়া-৩ রশীদুজ্জামান (মনোনয়ন পেয়েছেন মাহবুব উল আলম হানিফ/ ডা. এ এফ এম আমিনুল হক), কুষ্টিয়া-৪ সুলতানা তরুণ (মনোনয়ন পেয়েছেন আব্দুর রউফ), ঝিনাইদহ-৩ শফিকুল আজম খান (মনোনয়ন পেয়েছেন মো. নবী নেওয়াজ/সাজ্জাতুয্ জুম্মা) ঝিনাইদহ-৪ আবদুল মান্নান (মনোনয়ন পেয়েছেন মো. আনোয়ারুল আজীম আনার) যশোর-২ মোস্তফা ফারুক মোহাম্মদ (মনিরুল ইসলাম), যশোর-৩ মনোনয়ন পেয়েছেন কাজী নাবিল আহমেদ (খালেদুর রহমান), যশোর-৬ শেখ আবদুল ওয়াহাব (মনোনয়ন পেয়েছেন ইসমত আরা সাদেক) নড়াইল-২ এস কে আবু বাকের (মনোনয়ন পেয়েছেন এস এম আসিফুর রহমান) বাগেরহাট-৩ হাবিবুন্নাহার খালেক(মনোনয়ন পেয়েছেন তালুকদার আব্দুল খালেক), খুলনা-১ ননী গোপাল মণ্ডল (মনোননয় পেয়েছেন পঞ্চানন বিশ্বাস) খুলনা-৪ মোল্লা জালাল উদ্দিন(মনোনয়ন পেয়েছেন এস এম মোস্তফা রশিদী সুজা), খুলনা-৬ সোহরাব আলী সানা (মনোনয়ন পেয়েছেন শেখ মো. নুরুল হক), সাতক্ষীরা-১ শেখ মুজিবুর রহমান (মনোনয়ন পেয়েছেন শেখ নুরুল ইসলাম), পটুয়াখালী-৩ গোলাম মাওলা রনি (মনোনয়ন পেয়েছেন আ খ ম জাহাঙ্গীর হোসাইন), বরিশাল-১ তালুকদার ইউনুস (মনোনয়ন পেয়েছেন আবুল হাসনাত আব্দুল¬াহ), পিরোজপুর-২ শাহ আলম (মনোনয়ন পেয়েছেন ইসহাক আলী খান পান্না), জামালপুর-৪ মুরাদ হাসান (মনোনয়ন পেয়েছেন মওলানা মো. নুরুল ইসলাম) ময়মনসিংহ-২ হায়াতোর রহমান খান মনোনয়ন পেয়েছেন শরীফ আহমেদ) ময়মনসিংহ-১০ গিয়াসউদ্দিন (মনোনয়ন পেয়েছেন ফাহ্মী গোলন্দাজ পাভেল), নেত্রকোনা-১ মোস্তাক আহমেদ রুহি (মনোনয়ন পেয়েছেন ছবি বিশ্বাস) নেত্রকোনা-২ আশরাফ আলী খান খসরু (মনোনয়ন পেয়েছেন আরিফ খান জয়), নেত্রকোনা-৩ মনজুর কাদের কোরাইশি (মনোনয়ন পেয়েছেন ইফতিকার উদ্দিন তালুকদার পিন্টু) কিশোরগঞ্জ-২ ডা. এম এ মান্নান (মনোনয়ন পেয়েছেন মো. সোহরাব উদ্দিন), মানিকগঞ্জ-১ এবিএম আনোয়ারুল হক (মনোনয়ন পেয়েছেন এ এম নাঈমুর রহমান দুর্জয়), মুন্সিগঞ্জ-৩ ইদরিস আলী (মনোনয়ন পেয়েছেন মৃণাল কান্তি দাস, ঢাকা-১৯ তৌহিদ মুরাদ জং (মনোনয়ন পেয়েছেন ডা. মো. এনামুর রহমান) নারায়ণগঞ্জ-৩ আবদুল্লাহ আল কায়সার (মনোনয়ন পেয়েছেন মোশাররফ হোসেন) নারায়ণগঞ্জ-৪ সারাহ বেগম কবরী (মনোনয়ন পেয়েছেন শামীম ওসমান) ফরিদপুর-৪ নিলুফার জাফরউল্লাহ (মনোনয়ন পেয়েছেন কাজী জাফর উল¬াহ) মাদারীপুর-৩ আবুল হোসেন (মনোনয়ন পেয়েছেন আ. ফ. ম বাহাউদ্দিন নাছিম) সুনামগঞ্জ-৪ মতিউর রহমান (মনোনয়ন পেয়েছেন ব্যারিস্টার মো. এনামুল কবীর ইমন) সিলেট-৫ হাফিজ আহমেদ মজুমদার (মনোনয়ন পেয়েছেন মাসুক উদ্দিন আহমদ), হবিগঞ্জ-৪ এনামুল হক (মনোনয়ন পেয়েছেন মাহবুব আলী), ব্রাহ্মণবাড়িয়া-৪ শাহ আলম (মনোনয়ন পেয়েছেন আনিসুল হক) চাঁদপুর-২ রফিকুল ইসলাম (মনোনয়ন পেয়েছেন মোফাজ্জল হোসেন চৌধুরী) এবং চট্টগ্রাম-৩ এবি এম আবুল কাশেম (মনোনয়ন পেয়েছেন মাহফুজুর রহমান মিতা)।
মনোনয়ন পেলেন তারাকারও
আওয়ামীলীগের প্রার্থী তালিকায় স্থান পেয়েছেন বেশ কয়েকজন তারকা। জাতীয় ক্রিকেট ও ফুটবল দলের সাবেক দুই অধিনায়ক মনোনয়ন পেয়েছেন। মানিকগঞ্জ ১ আসনে মনোনয়ন পেয়েছেন ক্রিকেট দলের সাবেক অধিনায়ক নাইমুর রহমান দূর্জয়। নবম সংসদের সাংসদ এ বি এম আনোয়ারুল হকের পরিবর্তে মনোনয়ন পেয়েছেন দূর্জয়।
জাতীয় ফুটবল দলের অধিনায়ক আরিফ খান জয় পেয়েছেন নেত্রকোনা ২ আসনে। জয়ের জন্য জায়গা ছেড়ে দিতে হয়েছে সাংসদ আশরাফ আলী খান খসরুকে।
টিভি তারকা আসাদুজ্জামান নুর এবারও মনোনয়ন পেয়েছেন নীলফামারি ২ আসন থেকে। তিনি এই আসনের বর্তমান সাংসদ। সংরক্ষিত মহিলা আসনের সাংসদ কণ্ঠতারকা মমতাজ বেগম সরাসরি নির্বাচনের জন্য মনোনয়ন পেয়েছেন।
তিনি লড়বেন মানিকগঞ্জ ২ আসনে।
এই দুই তারকা মনোনয়ন দৌড়ে জিতলেও মনোনয়ন পেলেন না নারায়ণগঞ্জ ৪ আসনের বর্তমান সাংসদ কবরী সারোয়ার। নবম সংসদে সরাসরি নির্বাচন করে বিজয়ী এই চলচ্চিত্র তারকার পরিবর্তে আওয়ামীলীগ মনোনয়ন দিয়েছে নারায়ণগঞ্জ আওয়ামীলগের বিতর্কিত নেতা শামীম ওসমানকে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।