১৮-দলীয় জোটের ডাকা ৭২ ঘণ্টার রাজপথ, রেলপথ ও নৌপথ অবরোধ কর্মসূচি শুরু হয়েছে। আজ শনিবার সকাল সাড়ে নয়টা পর্যন্ত রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বিচ্ছিন্ন কিছু ঘটনার খবর পাওয়া গেছে।
নেতা-কর্মীদের বিরুদ্ধে ‘মিথ্যা মামলা’ প্রত্যাহার, ‘একতরফা’ নির্বাচনের তফসিল স্থগিত ও নির্দলীয় সরকারের অধীন নির্বাচনের দাবিতে গতকাল শুক্রবার এ কর্মসূচি দেয় ১৮-দলীয় জোট।
বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে কর্মসূচি ঘোষণা করেন।
আজ শনিবার ভোর ছয়টা থেকে মঙ্গলবার ভোর ছয়টা এই কর্মসূচি চলবে।
এর আগে একই দাবিতে গত মঙ্গলবার ভোর ছয়টা থেকে শুক্রবার ভোর পাঁচটা পর্যন্ত ৭১ ঘণ্টা কর্মসূচি পালন করে বিরোধীদলীয় এই জোট।
সকাল নয়টার দিকে রাজধানীর গ্রীনরোডে আজ শনিবার অবরোধের সমর্থনে একটি মিছিল বের হয়। এসময় মিছিল থেকে সাত-আটটি ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়। পরে মিছিলটি ছত্রভঙ্গ করে দেয় পুলিশ।
রাজশাহীতে ভোরে কয়েকটি ট্রাক ও একটি মাইক্রোবাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।
চট্টগ্রামের ইস্পাহানি এলাকায় রেললাইন অবরোধ করায় ঢাকা ও সিলেটের সঙ্গে রেল-যোগাযোগ বন্ধ হয়ে গেছে।
চট্টগ্রামের এ কে খান এলাকায় অবরোধকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের খবর পাওয়া গেছে।
।অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।