NOTHING IS IMPOSIBLE
* ইমামে আকবার রাদিআল্লাহু আনহুর মহান শাহাদাতের শিক্ষাই কলেমার অঙ্গীকার
তথা ঈমানী জীবনের মূলকথা এবং হক ও বাতেলের পার্থক্যকারী সর্বোচ্চ দৃষ্টান্ত।
* সত্যে অটল থাকা এবং মুসলিম অমুসলিম যে বেশধারীই হউক কোন বাতেল জালেমকে কবুল না করাই
এ দিবসের আমানত। ক্ষমতা প্রতিপত্তি বা যে কোন বস্তুবাদী মোহে সত্যের বিপরীতে আপোষ
আত্মসমর্পন এ শাহাদাতের সাথে বেঈমানী ও এজিদের অনুসরণ
* এ দিবস প্রমান করে মুসলিম ছদ্মবেশী বাতেল জালেম অপশক্তিই ঈমান দ্বীন জাতির সর্বনিকৃষ্ট শত্র“
যাদেরকে চিনতে না পারলে সত্যের সম্পর্ক তথা ঈমানী অস্তিত্ব বিপন্ন হতে বাধ্য।
* ঈমান পরিপন্থী তথা শানে রেছালাতের খেলাফ, আওলিয়া কেরাম বিদ্বেষী এবং কোরআন হাদীছ শরীফের
অপব্যাখ্যাকারী দ্বীন বিকৃতিকারী ওহাবী মওদূদী প্রভৃতি বাতেল ফেরকাই ইসলামের ছদ্মনামে এ যুগের
এজিদবাদ এবং শিয়াবাদ কারবালার ছদ্মনামে ঈমান দ্বীন পরিপন্থী প্রতারনা।
* জীবনের প্রকৃত আলো ও দিশা তথা রেছালাতে ইলাহী ভিত্তিক সত্ত্বা ও আত্বপরিচয়ে জীবনের প্রকৃত
লক্ষ্যে অভিযাত্রাই জাতীয় শহীদ দিবসের মূলচেতনা এবং ভাষা-গোষ্ঠি-রাষ্ট্র-লিংগ ইত্যাদি ভিত্তিক নাস্তি
ক্য উদ্ভুত বস্তুবাদী আত্মপরিচয় জীবন জাতীয়তা বঞ্চনা বৈষম্য বিভাজন এজিদবাদী কুফরী ও বিনাশের
প্রতিফলন।
* যে কোন ধর্মেরই হোক না কেন নিরাপরাধ মানুষ হত্যা জিহাদ নয় বরং ইসলামের আদর্শকেই হত্যা করা
এবং খোদার আইন ইসলামী শাসন শরিয়ত বা যে কোন অজুহাতে কোন মানুষের মৌলিক অধিকার ন্যায্য
স্বাধীনতা হরণ কারবালার শিক্ষার বিপরীত এজিদবাদী চক্রের লক্ষন।
* মিথ্যা অবিচার জুলুম শোষন সম্প্রদায়িকতার কবলমুক্ত এবং সত্য সুবিচার মানবতা অধিকার ভিক্তিক
ব্যক্তিনিরপেক্ষ সার্বজনীন রাষ্ট্রব্যবস্থা খেলাফতই শাহাদাতে কারবালার নির্দেশনা।
* জাতীয় শহীদ দিবসের শিক্ষা ও আমানতের উত্তরাধিকার তথা সত্যের ধারক হিসেবে জাতীয় ছুন্নী
আন্দোলনে ঐক্যবদ্ধ হউন এবং সর্বপ্রকার বাতেল জালেম অপশক্তির কবল থেকে দ্বীন জাতি মানবতার মুক্তির
অভিযাত্রায় শরিক হউন।
ইমাম হায়াত আলাইহে রাহমা
ছুন্নী আন্দোলন, বাংলাদেশের।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।