এ প্রসঙ্গে আনচেলত্তি বলেন, “রোনালদো এখন সম্পূর্ণ সুস্থ। (শুক্রবার) সে অনুশীলনেও অংশ নিয়েছে। কিন্তু তাকে স্বচ্ছন্দ মনে হয়নি। তাই আমরা তাকে নিয়ে কোনো রকম ঝুঁকি না নেয়ার সিদ্ধান্ত নিয়েছি। ”
“ভায়াদোলিদের বিপক্ষে তার জায়গায় আনহেল দি মারিয়া খেলবে।
”
সর্বশেষ ৭ ম্যাচে দেশ ও ক্লাবের হয়ে ১৪ গোল করা রোনালদোর অনুপস্থিতিতে পয়েন্ট নষ্ট করলে শিরোপা-দৌড় থেকে আরো পিছিয়ে পড়বে রিয়াল। ১৪ ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে লা লিগায় তৃতীয় স্থানে আছে স্পেনের সফলতম ক্লাবটি। শীর্ষে থাকা বার্সেলোনা ৬ এবং দ্বিতীয় স্থানে থাকা আতলেতিকো মাদ্রিদ ৩ পয়েন্ট এগিয়ে আছে রিয়ালের চেয়ে।
যদিও গালাতাসারাইয়ের বিপক্ষে রোনালদোর অভাব দলকে বুঝতেই দেননি দি মারিয়া, গ্যারেথ বেলরা। সেদিন রিয়াল সহজেই ৪-১ গোলে জিতেছিল।
শনিবার ঘরের মাঠে প্রিয় দলের কাছে তেমন পারফরম্যান্সই প্রত্যাশা রিয়াল-সমর্থকদের।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।