আমাদের কথা খুঁজে নিন

   

পাবনায় গাছ ফেলে মহাসড়ক অবরোধ

১৮ দলের টানা ৭২ ঘন্টা অবরোধের প্রথমদিন পাবনা-নগরবাড়ি মহাসড়কের বিভিন্ন স্থানে গাছ কেটে ও ইট ফেলে রাস্তা অবরোধ করেছে ১৮ দলের নেতাকর্মীরা।

আজ সকালে পাবনা-নগরবাড়ী মহাসড়কের জালালপুর, রাজাপুর, ধোপাঘাটা, বাঙ্গাবাড়িয়াসহ বিভিন্ন স্থানে রাস্তার পাশ থেকে গাছ কেটে ও ইট ফেলে সড়ক অবরোধ করে ১৮ দলের নেতাকর্মীরা। এতে করে চরম দূর্ভোগে পড়েছেন ওই রুটে চলাচলকারী যাত্রীরা।

এদিকে, অবরোধ চলাকালে পাবনা থেকে দুরপালস্নার যানবাহন চলাচল বন্ধ থাকলেও আভ্যন্তরীন সড়কগুলোতে নছিমনম, করিমন, অটোরিকসাসহ হালকা যান চলাচল স্বাভাবিক ছিল। অপরদিকে পাবনার ঈশ্বরদী রেল ষ্টেশন থেকে স্বাভাবিক রয়েছে ট্রেন চলাচল।

বিএনপির যুগ্ম মহাসচিব রম্নহুল কবির রিজভীকে গ্রেফতারের প্রতিবাদে আজ দুপুরে দলীয় অস্থায়ী কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নেতাকর্মীরা।

পরে তারা এক প্রতিবাদ সমাবেশ করে পাবনা জেলা বিএনপি ও অঙ্গ সংগঠন। এতে বক্তব্য দেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান তোতা, সহ-সভাপতি আব্দুল্লাহ আল মাহমুদ মান্নান, একেএম মুসা, যুগ্ম সম্পাদক নুর মোহাম্মদ মাসুম বগা, মোসাব্বির হোসেন সঞ্জু প্রমুখ।

শহর ও আশপাশের গুরুত্বপূর্ন স্থানগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। এছাড়াও র্যাব-পুলিশের টহল জোরদার করা হয়েছে।

 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.