প্রতিদিনের মতো আজও বিকালবেলা ঘুমাচ্ছিলাম। মোবাইলের এলার্মে কাঁচা ঘুমটা ভেঙ্গে গেল।
প্রতিসাপ্তাহের মতো আজ ছিল ভ্রাম্যমান গাড়ী আসার নির্ধারিত দিন। তাই মোবাইল ক্যালান্ডারে প্রতি শনিবার বিকাল তিনটায় এলার্ম দেওয়া আছে। যাইহোক, বই পরিবর্তন করার জন্য তাড়াতাড়ি রেড়ি হয়ে বের হয়ে গেলাম। গলি মাথায় এসে দেখি গাড়ী আসে নাই।
ঠিক তখনি খেয়াল হল, আজকেও তো বিএনপি'র অবরোধ কর্মসূচী আছে। নিজের উপরই বিরক্ত হলাম, বাসা থেকে বের হওয়ার আগে এটা কেন মাথায় ছিল না।
আচ্ছা আমরা কি এই হরতাল কিংবা অবরোধ এর যন্ত্রনা থেকে মুক্তি পাবো না!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।