পরিবর্তনে বাধ্য করা। ভোগ বিলসের বাজারে সকলকে পরিবর্তনে বাধ্য করা। রান্নর সময় রান্নর সুগন্ধ দেড় কিলোমিটার পর্যন্ত ছড়ায় আর ভোগ বিলসের বাজারের সুখ ছড়িয়েছে হাজার হাজার কিলোমিটার জুড়ে। শত মাইল দুরে আমাদের নিকটবর্তীরা কুমারী মাতৃত্ব স্বীকৃতির বিল সংসদে পাশের কথা ভাবছে। বহুকামিতার সুখে বিভোর।
স্বীকৃত বেশ্যালয়,বেশ্যবৃত্তির বিজ্ঞাপন চলছে। মৃত্যুর পরের শাস্তির ভয়,আইনের শাস্তির ভয়,কোন ভয়ই ধমীয় মুল্যবোধ রক্খা হচ্ছে না। আমরা আর সংযত থাকছি না বহুকামিতার সুখে বিভোর হচ্ছি। আমরা বহুকামিতার সুখে বিভোর হবো নাকি ধর্মীয় মুল্যোবোধে জীবন যাপন করবো। আকাক্খা করতে পারি শুধু দরীদ্ররা ও সকল জনগন ভিক্ষুক মুক্ত,বেশ্যামুক্ত,বস্তি ফুটপাতে মাানুষ ঘুমাবেনা,সকল নাগরিকের দায়িত্ব রাষ্ট্র গ্রহন করবে এ রকম ব্যবস্থায় নিরাপদ ঘর ও স্বাস্থ্য সম্মত জীবন পাবে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।