আমাদের কথা খুঁজে নিন

   

সাইমন-পিয়া-অংকুশ-শুভশ্রী একসঙ্গে

অনন্য মামুন ও অশোকপতির যৌথ প্রযোজনায় চলচ্চিত্রে অভিনয় করবেন ঢাকার সাইমন ও পিয়া, বিপাশা এবং কলকাতার অংকুশ ও শুভশ্রী। চলচ্চিত্রের শিরোনাম 'আমি শুধু চেয়েছি তোমায়'। অবশ্য প্রথমে চলচ্চিত্রটির নাম রাখা হয়েছিল 'আশিকী'। মামুন বলেন, আশিকী নামটিতে হিন্দি মুভির ফ্লেভার থেকে যায়। এ ছাড়া দর্শক এই নামের কারণে এটিকে বলিউডের 'আশিকীর' রিমেক মনে করতে পারে।

তাই এ নাম পরিবর্তন করা হলো। তিনি আরও জানান, চলচ্চিত্রের শিরোনাম, দুই বাংলার শিল্পী কলাকুশলী চূড়ান্ত হয়ে গেছে। সবাইকে চুক্তিবদ্ধও করানো হয়েছে। এবার ২৫ ডিসেম্বর থেকে কলকাতায় শুরু হবে চলচ্চিত্রের শুটিং। এরপর ফেব্রুয়ারিতে ঢাকায় ও মার্চে দুবাইতে চিত্রায়ণ শেষে মে মাসে একসঙ্গে ভারত এবং বাংলাদেশে চলচ্চিত্রটি মুক্তি দেওয়া হবে।

এ চলচ্চিত্রের গল্প ও সংলাপ লিখেছেন নির্মাতা মামুন এবং কলকাতার সংলাপ রচয়িতা হচ্ছেন তেলে ভট্টাচার্য। এর গল্প হচ্ছে, 'ফেসবুকের মাধ্যমে দুই বাংলার দুটি তরুণ-তরুণীর মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বাংলাদেশের এক গ্রামের একটি ডানপিটে ছেলে। তার গ্রামে ইন্টারনেট সেবা পেঁৗছায়। সাইবার ক্যাফেতে গিয়ে ফেসবুক অ্যাকাউন্ট খোলে ছেলেটি।

ফেসবুকে পরিচয় হয় একটি মেয়ের সঙ্গে। তারা ফেসবুক বন্ধু হয়। একদিন 'হাই' বলে মেয়েটির সঙ্গে তার চ্যাট শুরু হয়। মেয়েটিও 'আই লাভ ইউ' বলে সাড়া দেয়। এরপর রহস্যজনকভাবে ছেলেটিকে আনফ্রেন্ড করে দেয় মেয়েটি।

এই মেয়ে দুবাই বসবাস করে বলে জানে ছেলেটি। সে তার মাকে সব কিছু জানিয়ে দুবাইতে মেয়েটিকে খুঁজতে যায়। এক সময় খুঁজে পায় তাকে। তখন সে জানতে পারে মেয়েটি আসলে বাঙালি এবং তার বাড়ি কলকাতায়। দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।

এক সময় এই প্রেমের মাঝে দেখা দেয় সামাজিক, ধর্মীয় ও পারিবারিক বাধা-নিষেধ ও দ্বন্দ্ব-সংঘাত। নানা টানাপড়েনের মধ্য দিয়ে এগিয়ে চলে চলচ্চিত্রটির গল্প।

'আমি শুধু চেয়েছি তোমায়' যৌথভাবে প্রযোজনা করছেন জোবায়ের আলম ও অশোক ধানুকা। তাদের নির্মাতা প্রতিষ্ঠান যথাক্রমে অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট এবং এস কে মুভিজের ব্যানারে এটি নির্মাণ হবে।

নির্মাতা মামুন জানান, ঢাকা থেকে সাইমন ও পিয়া বিপাশা ছাড়াও এ চলচ্চিত্রে অভিনয় করবেন মীরাক্কেল খ্যাত জামিল ও আবু হেনা রনি।

এ ছাড়াও থাকছেন মিশা সওদাগর ও কাবিলা। নির্মাতা আরও বলেন, যেহেতু এটি যৌথ প্রযোজনার চলচ্চিত্র তাই দুই বাংলা থেকেই সমানভাবে শিল্পী, কলাকুশলী থাকছে 'আমি শুধু চেয়েছি তোমায়' চলচ্চিত্রে।

 

 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।