আমাদের কথা খুঁজে নিন

   

আজ আবার প্রশংসিত 'ইত্যাদি'

গত শুক্রবার প্রচার হয়েছিল জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান 'ইত্যাদি'র নতুন পর্ব। বরাবরের মতো এবারও আলোচিত 'ইত্যাদি'। কিছু হৃদয় ছোঁয়া প্রতিবেদনের কারণে হয়েছে প্রসংশিত। দর্শকের চাহিদা চিন্তা করে আজ আবার প্রচার হবে পর্বটি।

'ইত্যাদি' এবার ধারণ করা হয়েছে মহেড়া জমিদার বাড়িতে।

'ইত্যাদি'র এবারের প্রশংসিত প্রতিবেদন দুটি ছিল, মুন্সিগঞ্জ জেলার টুঙ্গিবাড়ি থানার দোতরাপয়সা গ্রামের মোহাম্মদ শরীফ এবং লক্ষ্মীপুর জেলার সদর থানার ছয় নম্বর ভাঙ্গা খাঁ ইউনিয়নের মোহাম্মদ মহিউদ্দিনের ওপর একটি উদ্বুদ্ধকরণ প্রতিবেদন। শারীরিকভাবে প্রতিবন্ধী হওয়া সত্ত্বেও তারা জয় করেছেন তাদের অক্ষমতাকে। পাশাপাশি গ্রিন সেভার্স নামের একটি প্রতিষ্ঠানের কর্মকাণ্ডের ওপর রয়েছে আরও একটি উদ্বুদ্ধকরণ প্রতিবেদন। যে প্রতিষ্ঠানের অধিকাংশ সদস্য দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন। 'আমাদের গরজে-আপনার খরচে' এই স্লোগান দিয়ে তারা শহরের বাড়িতে বাড়িতে পরিত্যক্ত ও অপ্রয়োজনীয় জিনিসপত্র দিয়ে অল্প খরচে ফুল-ফল, সবজি বাগান করে দেয়।

এবারের 'ইত্যাদি'তে গান ছিল দু'টি। দেশাত্মবোধক গানটি গেয়েছেন কণ্ঠশিল্পী সামিনা চৌধুরী। লিখেছেন মোহাম্মদ রফিকউজ্জামান, সুর করেছেন আলী আকবর রূপু। গানটি দর্শকদের সামনে চিত্রায়ণ করা হয়। আর একটি গান গেয়েছেন জনপ্রিয় অভিনয় তারকা চঞ্চল চৌধুরী ও তারিন।

রাজকন্যার সঙ্গে একজন উদাসীন কবির প্রেম প্রসঙ্গ নিয়ে রচিত গানটিও লিখেছেন মোহাম্মদ রফিকউজ্জামান এবং সুর করেছেন আলী আকবর রূপু। গানটি চিত্রায়ণ করা হয় মহেড়া জমিদার বাড়ির বিভিন্ন মনোরম লোকেশানে। 'ইত্যাদি'র নিয়মিত পর্ব হিসেবে এবারও ছিল যথারীতি মামা-ভাগ্নে, নানী-নাতি ও চিঠিপত্র বিভাগ। আরও ছিল সমসাময়িক ঘটনা নিয়ে বেশ কিছু সরস অথচ তীক্ষ্ন নাট্যাংশ। সাম্প্রতিককালে পরিচিত পাওয়া কিছু শব্দের উপর পাবলিসিটি, প্রচারের নতুন কৌশল, নাটক নির্মাণের বাজেট, প্রার্থীর প্রতিশ্রুতি, চায়ের দোকানের সর্তকবাণী, রিয়েলিটি শো'র নতুন আইডিয়া, জনতার সাইনবোর্ডসহ বিভিন্ন বিষয়ের উপর ছিল বেশ কিছু মজার নাট্যাংশ।

'ইত্যাদি' রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। আজ প্রচার হবে রাত ১০টার ইংরেজি সংবাদের পর বিটিভিতে।

 

 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।