আমাদের কথা খুঁজে নিন

   

কেন মানুষ এই গনতন্ত্র নামধারী জুলুমতন্ত্রকে ঘৃনা করেনা ?

আকাশের ঐ মিটিমিটি তারার সাথে কইব কথা

গনতন্ত্রের সংজ্ঞা শুধুমাত্র বুলি আওড়ানো প্রতারনার শব্দ মাত্র । যেখানে মানুষের কোন তন্ত্র নয়, কিছু হায়েনারুপি লোভি মানুষের সাধারন জনগনকে বোকা বানিয়ে নিজ স্বার্থ হাছিলের উপলক্ষ মাত্র । গনতন্ত্র জনগনকে আশান্তি,অরাজকতা, হানাহানি,কাটাকাটি আর বিশৃংখলা ছাড়া কিছুই দেয় নাই। যে সরকরা ই ক্ষমতায় এসেছে সে সরকার -ই নানা লোভনীয় কথা বলে ক্ষমতায় এসে জনগনের রক্ত চুষে নিয়েছে । কোন সরকারই কোনকালেই জনগনের জন্য ,দেশের জন্য কিছুই করে নাই ।

যা করেছে তা তার স্বার্থে করেছে। আজ গনতন্ত্র পরিবারতন্ত্রে রুপ নিয়েছে । হারাম গনতন্ত্র আর পরিবারতন্ত্রের যাতাকলে পড়ে জনগন আজ হাসফাস করছে । যে গনতন্ত্র মানুষকে নিরাপত্তা দেওয়ার কথা সে গনতন্ত্রের হিংস্রতায় আজ জীবন হারাচ্ছে সাধারন খেটে খাওয়া মানুষ। যে একটি ভোট দিয়েছিল একটি সুন্দর দেশের ভবিষ্যত প্রত্যাশায় ।

কিন্তু আজ সে জনগনেরই জানমালের কোন নিরাপত্তা নাই। দেশের সকল রাজনইতিক দল ব্যস্থ কিভাবে ক্ষমতায় আসা যায়। জনগন মরুক ,দেশ ধ্বংস হয়ে যাক,সব তছনছ হয়ে যাক কিন্তু ক্ষমতায় যাওয়া চাইই চাই। কেউ ভাবেনা , পাত্তা দেয়না জনগন কি চায় ? তাহলে এই গনতন্ত্রের স্বার্থকতা কোথায় ? কেন এই মিথ্যে মরিচিকার পিছনে ছোটা ? কেন মানুষ এই গনতন্ত্র নামধারী জুলুমতন্ত্রকে ঘৃনা করেনা ? কেন মানুষ এই অবাস্তব তন্ত্রকে ত্যাগ করেনা ? কেন এত অত্যাচারিত হইবার পরেও মানুষ ভোট দিতে যায় ? কেন মানুষ রাজনইতিকে বয়কট করেনা ? কবে বুঝবে জনগন যে এদেশের জন্য গনতন্ত্র নয়।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।