আমাদের কথা খুঁজে নিন

   

এই মাটি এই দেশ

২২ নভেম্বর রাজশাহীতে অনুষ্ঠিত হয় বন্ধু উৎসব। দিনব্যাপী এই উৎসবে রাজশাহী বিশ্ববিদ্যালয় ও রাজশাহী প্রকৌশল বিশ্ববিদ্যালয়সহ মোট ১৭টি বন্ধুসভার বন্ধুরা উৎসবে অংশ নেন। এ সংখ্যায় ছাপা হলো উৎসবের সারসংক্ষেপ

হেমন্তের সকাল। মিষ্টি রোদ। উৎসবের ব্যানার নিয়ে রাজশাহীর আকাশে উড়ে গেল একঝাঁক বেলুন।

সাড়ে চার শ বন্ধু আকাশের দিক থেকে চোখ ফেরাতে পারে না। পলকে পাখির মতো বেলুনগুলো দৃষ্টিসীমার বাইরে চলে গেল। মাইকে উৎসবের উদ্বোধন ঘোষণা করলেন মুক্তিযোদ্ধা নূর হামিম রিজভী, বীর প্রতীক। পাশে দাঁড়িয়ে বন্ধুসভার জাতীয় পরিচালনা পর্ষদের নির্বাহী সভাপতি সাইদুজ্জামান, বৃক্ষপ্রেমিক কার্তিক পরামানিক, রুয়েট বন্ধুসভার উপদেষ্টা ইকবাল মতিন ও নিউ ডিগ্রি কলেজসভার উপদেষ্টা সাইদুর রহমান। করতালিতে মুখরিত হয়ে উঠল রাজশাহী মেডিকেল কলেজ মিলনায়তন প্রাঙ্গণ।



এবার সাইদুজ্জামান উচ্চারণ করলেন শপথবাক্য ‘আমরা আজীবন এই মাটি, এই দেশকে ভালোবাসব। আমরা আজীবন এই দেশকে গড়ে তোলার চেষ্টা করব। বাংলাদেশ আমরাই সুন্দর করে তুলব। ’ বন্ধুদের কণ্ঠে ধ্বনিত হলো সেই শপথ।

সকাল সাড়ে আটটায় রাজশাহী মেডিকেল কলেজ মিলানায়তনের প্রধান ফটকের আয়োজক সংগঠন রাজশাহী বন্ধুসভার বন্ধুরা অতিথি বন্ধুদের একটি করে লাল গোলাপ, একটি করে পতাকা দিয়ে মিষ্টিমুখ করে অনুষ্ঠানস্থলে স্বাগত জানান।



আনন্দলোকে মঙ্গলালোকে রবীন্দ্রসংগীতের সঙ্গে দলীয় নৃত্যের মাধ্যমে অনুষ্ঠান শুরু করা হয়। শুরুতে শিশু ঔড়ব আজাদ সাইদুজ্জামান রওশনের হাতে একটি পতাকা তুলে দেন। এর পর থেকে তিনি এবং রাজশাহী বন্ধুসভার বন্ধু মনিরা রহমান যৌথভাবে অনুষ্ঠান পরিচালনা শুরু করেন। এতে বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জের বৃক্ষপ্রেমিক কার্তিক পরামানিক, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সহকারী পরিচালক (জনসংযোগ) আনোয়ার হাবিব, প্রথম আলোর রাজশাহীর নিজস্ব প্রতিবেদক আবুল কালাম মুহম্মদ আজাদ।  অনুষ্ঠানে প্রত্যেকটি বন্ধুসভার পক্ষ থেকে ছিল সাংস্কৃতিক পরিবেশনা।

এর মধ্যে রাজশাহী বন্ধুসভার আয়োজন ছিল দলীয় নৃত্য, স্বরচিত কবিতা পাঠ, যৌতুকবিরোধী নাটিকা ও চ্যানেল আই সেরা কণ্ঠ তারকা নদীর গান।

 নদী প্রত্যেক বন্ধুসভার জন্য এনেছিলেন তাঁর গানের সিডি ‘মুগ্ধতা’। তিনি গান শেষে বন্ধুদের হাতে সিডি ও পোস্টার তুলে দেন। সিরাজগঞ্জের আয়োজন ছিল যৌতুকবিরোধী নাটিকা, চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভার গম্ভীরা, রাজশাহী বিশ্ববিদ্যালয় বন্ধুসভার ফ্যাশন শো, যৌথ নৃত্য ও গান ছিল আকর্ষণীয়।
বন্ধু রাকিবুল ইসলামের ‘আগে কী সুন্দর দিন কাটাইতাম’—গানে বন্ধুরা মাতোয়ারা হয়ে ওঠেন।

নিউ ডিগ্রি কলেজের রবীন্দ্রসংগীত ও ব্যান্ডসংগীত, পাবনার গান ও কবিতা, গুরুদাসপুরের গান, দ্বৈত নৃত্য ও কবিতা, ঈশ্বরদীর নাচ ও গান, নাচোলের আবৃত্তি ও কৌতুক, নাটোরের নজরুলসংগীত, রাজশাহী মহিলা কলেজের রম্যখবর, বাঘার ভাওইয়া ও লালনসংগীত এবং সব শেষে ছিল লালপুর বন্ধুসভার আধুনিক গান।

 অনুষ্ঠানের মাঝে ফান শোর মাধ্যমে বন্ধুদের বই পুরস্কার দেওয়ার পর্ব ছিল আকর্ষণীয়। সব বন্ধুসভা থেকে একজন করে নিয়ে তাঁদের তাৎক্ষণিক প্রশ্ন করা হয়। বাঘা বন্ধুসভার বন্ধু বজলুর রহমানের কাছে প্রশ্ন ছিল বাঘা এবং বাঘের মধ্যে পার্থক্য কী। তিনি চট করে বলেন, বাঘা হচ্ছে একটি ঐতিহাসিক স্থান ও বাঘ হচ্ছে একটি হিংস্র প্রাণী।

এই উত্তর দিয়ে তিনি জিতে নেন বাংলা একাডেমি প্রকাশিত একটি অভিধান।

উৎসব উপলক্ষে রাজশাহী বন্ধুসভার পক্ষ থেকে প্রকাশিত স্যুভেনিরটি সব বন্ধুদের হাতে তুলে দেওয়া হয়। উৎসবের সর্বশেষ পরিবেশনা ছিল লালপুরের বন্ধু গুলশান আরার গান। একপর্যায়ে বন্ধুরা মঞ্চে উঠে গানের সঙ্গে নাচতে শুরু করেন। বিকেল পাঁচটায় অনুষ্ঠান শেষ হয়।

 

সোর্স: http://www.prothom-alo.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।