আমাদের কথা খুঁজে নিন

   

কি করে ক্ষত সারাবো?


বুকের গভীরে দগদগে যে ক্ষত তৈরি হয়েছে তা আমি কি করে সারাবো? কে আমাকে বলে দেবে তা? কতো কিছুরই তো করি সন্ধান – ভেষজ, মলম, তাবিজ- কবচ, জাদুমন্ত্র যাই কিছু হোক হাত পেতে নিতে রাজি আছি আমি। এর বদলে ফেরত পেতে চাই অক্ষত বুকের গহীন। আমার সাধ অপূর্ণ রয়ে যায়। দিনে দিনে বেড়ে চলে ক্ষতের সীমানা। আহত চোখে নির্বাক চেয়ে দেখে যাই কি রকম দ্রুততার সাথে ছড়ায় সে সংক্রমন।

আমার ঢাল তলোয়ার ধুলোয় পড়ে রয়। হাত বাড়িয়ে নেবার সাহস নেই। কি করে অস্ত্র ধরি সেই জনের বুকে, যারে ভালবেসেছিলেম এক দিন। এখনও হয়তো বাসি। পোড়া মন কোনও বাধা মানে না, যুক্তি মানে না- শুধু ভালবেসে যায়।


 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।