০
০
০
০
০
০
০
০
বাবা লোকনাথ বলেছেন-" আমি শতাধিক বছর ধরে কত পাহাড় পর্বত পরিভ্রমণ করে বড় রকমের একটা ধন কামাই করেছি। তোরা বসে বসে খাবি। রণে,বনে,জলে,জঙ্গলে যখনি বিপদে পড়বি,আমাকে স্মরণ করবি,তার পরের ভার আমার। আমাকে জানতে চাসনি,বুঝতে চাসনি,কেবল একটু আকুল প্রাণে তোর মনের কথাটি জানাবি আমাকে। তাহলেই আমি তোদের দুঃখের প্রতিকার করব।
আমি ধরা না দিলে আমাকে ধরতে পারে,কার বাপের সাধ্য ! তবু আমি স্বেচ্ছায় ধরা দি। আমি যা ইচ্ছা তাই করতে পারি। তোদের বিশ্বাস নেই,তাই প্রার্থিত ফল পাস না। যারা আমাকে লক্ষ্য করে এসে আমার আশ্রয় গ্রহণ করে,তাদের দুঃখ দেখলেই আর্দ্র হয় আমার হৃদয়। এই আর্দ্রতাই আমার দয়া।
এই দয়ায়আমার শক্তি তাদের উপর প্রবাহিত হয় এবং তাতেই তাদের দুঃখ দূর হয়ে যায়" জানবি ,ভক্তের বোঝা আমি নিজ কাঁধে বহন করে বেড়ায়। তোদের সব দায়িত্ব আমার। কেবল তোদের সহজ সরল মনটুকু আমায় দে। আমি যে তোদের প্রেমের কাঙাল। আমার দয়া বিশ্বময় ছড়িয়ে আছে।
তোরা শ্রদ্ধার সঙ্গে চেয়ে কুড়িয়ে নে। যে তার নিজের মনপ্রাণ সবটুকু আমায় দিতে পেরেছে,আমি তারই হয়ে গেছি। তোদের মধ্যে সত্যরূপে আমি আছি,চিরকাল থাকব। আমি নিত্য জাগ্রত ,তোদের সুখে সুখী,তোদের দুঃখে দুঃখী। আমার বিনাশ নেই।
আমি আছি,আছি,আছি" ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।