এ বছর ইয়াহুর সার্চ ইঞ্জিন ব্যবহার করে ব্যবহারকারীরা যেসব প্রযুক্তিপণ্যের খোঁজ করেছেন তার তালিকা প্রকাশ করেছে অনলাইন সেবাদাতা প্রতিষ্ঠানটি। সার্চ ইঞ্জিনের ফলাফল নিয়ে ইয়াহুর করা শীর্ষ ১০ প্রযুক্তিপণ্যের মধ্যে শীর্ষস্থানে দখল করে নিয়েছে অ্যাপল। অনলাইন সার্চে ক্রেতাদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে এখনও রয়েছে আইফোন।
যুক্তরাজ্যের ডেইলি স্টার পত্রিকার এক খবরে বলা হয়েছে, ২০১৩ সালের অনলাইনে অনুসন্ধান করা শীর্ষ প্রযুক্তিপণ্যে হিসেবে প্রথমে রয়েছে আইফোন যার অর্থ এবছর অ্যাপলের পণ্যের প্রতি মানুষের আগ্রহ ছিল ব্যাপক।
অ্যাপলের পরে রয়েছে আমাজনের তৈরি কিন্ডল ট্যাব ও স্যামসাংয়ের গ্যালাক্সি স্মার্টফোন। তবে সার্চ অনুসারে বলা যায় আইপ্যাডে মানুষের আগ্রহ কিছুটা কমেছে। তবে সনি ও মাইক্রোসফটের গেম কনসোল বা নকিয়া ও ব্ল্যাকবেরির স্মার্টফোনের চেয়ে এগিয়ে রয়েছে আইপ্যাড।
শীর্ষ দশটি পণ্য হচ্ছে-আইফোন, কিন্ডল, গ্যালাক্সি, আইপ্যাড, প্লেস্টেশন ৪, এক্সবক্স ১, ব্ল্যাকবেরি, আইপড. লুমিয়া ও এক্সপেরিয়া।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।