যৌন নিগ্রহের মামলায় অভিযুক্ত তেহেলকার সম্পাদক তরুণ তেজপালকে ৬ দিনের পুলিশি রিমান্ডের নির্দেশ দিলেন গোয়া দায়রা আদালত। আজ রবিবার দুপুর ১২টার দিকে তাকে গোয়ার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের এজলাশে তোলা হলে বিচারক শ্যামা যোশী তেজপালকে পুলিশি রিমান্ডের নির্দেশ দেয়। গোয়া পুলিশ তেজপালকে নিজেদের হেফাজতে নিতে জন্য আদালতের কাছে ১৪ দিনের আবেদন জানায়।
এ মামলাকে কেন্দ্র করে কড়া নিরাপত্তা জারি করা হয়েছিল আদালত চত্ত্বর জুড়ে। এমনকি কোর্ট রুমেও সাংবাদিকদের প্রবেশাধিকারে নিষেধাজ্ঞা ছিল।
এদিন শুনানির সময় আদালতে উপস্থিত ছিলেন তেজপালের স্ত্রী, ভাই।
যৌন হেনস্থার অভিযোগে গতকাল শনিবার রাতে গোয়া পুলিশের ক্রাইম ব্রাঞ্চ গ্রেফতার করে তেজপালকে। এর আগে তার আগাম জামিনের আর্জি খারিজ করে দেয় গোয়া দায়রা আদালত। রাতেই পুলিশ লকআপে দুই খুনি আসামীর সঙ্গে রাত কাটান তেজপাল। রাত সাড়ে বারটায় নাগাদ তার মেডিকেল চেকআপ হয়।
রাত ২টার দিকে ফের তাকে লকআপে নিয়ে আসা হয়। রাতে বাড়ির তৈরি খাবার খান তেজপাল।
উল্লেখ্য, চলতি মাসের প্রথম দিকে (৭ ও ৮ নভেম্বর) গোয়ার একটি পাঁচতারা হোটেলের লিফটে তেজপালের বিরুদ্ধে তেহেলকা'র এক নারী সহকর্মীকে যৌন নিগ্রহের অভিযোগ ওঠে।
।অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।