আমাদের কথা খুঁজে নিন

   

আরো সময় চায় জাপা

দশম সংসদ নির্বাচনের মনোনয়নপত্র জমা দেয়ার শেষ সময়ের আগের দিন রোববার নির্বাচনকালীন সরকারে যোগ দেয়া দলটির একদল প্রতিনিধি গিয়ে এই দাবিগুলো জানিয়ে এসেছেন।
৫ জানুয়ারি ভোটের দিন রেখে গত সোমবার ইসি নির্বাচনের তফসিল ঘোষণার পরপরই এরশাদ এক প্রতিক্রিয়ায় মনোনয়নপত্র জমা দেয়ার সময় বাড়ানোর কথা বলেছিলেন।
বিএনপিকে রেখে নির্বাচনে যাওয়া নিয়ে অভ্যন্তরীণ সঙ্কটে থাকা জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক মাসুদ পারভেজের (সোহেল রানা) নেতৃত্বে প্রতিনিধি দলটি সিইসির কাছে লিখিত আবেদন দিয়ে আসে।
দলটির দাবিগুলো হচ্ছে- ১২ ডিসেম্বর পর্যন্ত মনোনয়ন দাখিলের সময় নির্ধারণ,  ডিসি-এসপিসহ প্রশাসনের রদবদল, সেনাবাহিনীকে বিচারিক ক্ষমতা দেয়া, প্রার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা, মনোনয়নপত্র বাছাইয়ে ছোটোখাটো ত্রুটি এড়িয়ে যাওয়া ও রেডিও-টিভিতে জাপা চেয়ারম্যানকে জাতির উদ্দেশে ভাষণের সুযোগ দেয়া।
১০ সদস্যের প্রতিনিধি দলে থাকা জাপার নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব এম এম ফয়সল চিশতী সাংবাদিকদের বলেন, “অবরোধ-হরতালের কারণে প্রার্থীদের মনোনয়নপত্র জমা দিতে সময়ের প্রয়োজন।

প্রার্থীরা নিরাপত্তাহীনতা ভুগছে। সব বিবেচনা করে এ দাবি জানানো হয়েছে। ”
সময় বাড়ানোর আশ্বাস মিলেছে কি না- জানতে চাইলে তিনি বলেন, “সিইসি আমাদের বলেছেন, তিনি একক কোনো সিদ্ধান্ত নিতে পারেন না; কমিশনারদের সঙ্গে আলোচনা করেই যা করার করতে হবে। ”

নির্বাচনের তফসিল ঘোষণা হলেও নির্দলীয় সরকারের দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট। নির্বাচন প্রতিহত করার হুমকিও রয়েছে তাদের।


জাতীয় পার্টি দাবি জানানোর পর এক নির্বাচন কমিশনার নাম প্রকাশ না করার শর্তে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ভোটের তারিখ ৫ জানুয়ারি অপরিবর্তিত রাখার পক্ষে তাদের অবস্থান। তবে সার্বিক বিষয়ে সোমবার বিকাল নাগাদ সিদ্ধান্ত নেয়া হবে।
বিএনপি রাজনৈতিক সমঝোতার জন্য অপেক্ষা করতে বললেও সিইসি বলেছিলেন, সাংবিধানিক বাধ্যবাধকতার কারণে সময় না থাকায় তাদের তফসিল ঘোষণা করতে হয়েছে।
তবে সিইসি পরদিন বিএনপির জন্য তফসিল পরিবর্তনের ইঙ্গিত দিয়ে বলেছিলেন, রাজনৈতিক সমঝোতা হলে ‘সব কিছুই করার আছে’।
ওই নির্বাচন কমিশনার বলেন, মহাজোটের এক সময়কার শরিক জাপার দাবিতে সাড়া দিলে ইসি সমালোচিত হবে; আর বিরোধী দল নির্বাচনে না এলে নতুন করে আর কোনো সিদ্ধান্ত নিতে চান না তারা।


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।