ঢাকাই চলচ্চিত্রে বর্তমান সময়ের জনপ্রিয় সংগীত পরিচালক আলী আকরাম শুভ। 'কি যাদু করেছ বলো না', 'এক বিন্দু ভালোবাসা দাও', 'প্রিয়া আমার প্রিয়া', 'জান আমার জান'সহ অসংখ্য হিট গানের সংগীত পরিচালক তিনি। বর্তমানে একাধিক ছবির সংগীত পরিচালনা নিয়ে ব্যস্ত আছেন শুভ। হাতে আছে বদিউল আলম খোকনের 'চিরদিনই তুমি যে আমার', 'রাজা হ্যান্ডসাম', রাজু চৌধুরীর 'তুই শুধু আমার', কাজল কুমারের 'অবাস্তব ভালোবাসা', নজরুল ইসলাম খানের 'রানা প্লাজার রেশমা', শাহীন সুমনের 'জিরো থেকে হিরো' সত্য রঞ্জন রোমান্সের নাম ঠিক না হওয়া একটি ছবিসহ এক ডজন ছবি। শুভ বলেন, 'আমি সব সময় চলচ্চিত্রপ্রেমী ও শ্রোতাদের সময় ও রুচী বোঝার চেষ্টা করি। আসলে গল্পের সঙ্গে একটি গান যখন পুরোপুরি মিলে যায় তখনই গানটি সবার ভালো লাগে। তার ওপর সুর এবং কথা যদি ভালো লাগে তাহলে তারা লুফে নেবেই।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।