বিস্ময় কখনো শেষ হয় না। কোনো না কোনোভাবে নতুন করে বিস্ময়ের সৃষ্টি হয়ই।
বেলজিয়ামের ফুটবল তেমনি এক বিস্ময়ের সৃষ্টি করেছে। লিওনেল মেসি ১৩ বছর বয়সে চুক্তিবদ্ধ হয়েছিলেন বার্সেলোনার সঙ্গে। এর চেয়েও কম বয়সী পেশাদার ফুটবলার আছে।
তবে অতীতের সব রেকর্ড ভেঙে বেলজিয়ান ক্লাব রেসিং বঙ্বার্গ। মাত্র বিশ মাসের এক শিশুর সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে ক্লাবটি! ফুটবলে বিস্ময়কর দক্ষতার মাধ্যমেই নজর কেড়েছে ব্রাইস ব্রিটেস। রেসিং ক্লাবের সেক্রেটারি ড্যানি ভনডিক বলছেন, 'ব্রাইস বলে এমনভাবে শট করে যা সাধারণত পাঁচ-ছয় বছরের বালকরাও পারে না। তার ড্রিবলিং দক্ষতাও দেখার মতো। বয়সের তুলনায় অনেক বেশি পরিপক্ব।
এমনকি সে এখনই ডানে কিংবা বামে অনায়াসেই পাস দিতে পারে। ' মাত্রই হাঁটতে শেখা এক শিশু ভবিষ্যতে কত বড় ফুটবলার হবে তা বলা মুশকিল। তবে বেলজিয়ান এই ক্লাব একটি রেকর্ডই করে ফেলল। নিঃসন্দেহে এই রেকর্ড ভাঙা সহজ হবে না। আর ব্রাইস ব্রিটেস ভবিষ্যতে ফুটবলার না হলেও, রেকর্ডটা থাকবে তারই দখলে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।