নির্মল আনন্দ পেতে এবং দিতে সাথেই থাকুন। ওয়েব ডিজাইন এখন এক শিল্পের নাম। ওয়েব ডিজাইন শিখে আপনি আউটসোর্সিং মার্কেটপ্লেসগুলোতে যথেষ্ট আয় করতে পারবেন। আর,এই বিষয়টি নিয়ে ট্রেনিং-এর নামে সাধারণ জণগণের কাছ থেকে হাজার হাজার টাকা মেরে খাচ্ছে কতিপয় স্বার্থান্বেষী। তাই,আজকে আমরা দেখব কিভাবে কোন ট্রেনিং সেন্টারে না গিয়ে ঘরে বসেই শিখবেন ওয়েব ডিজাইন।
কি সবাই প্রস্তুত তো?এবার তাহলে শুরু করি।
দুনিয়াতে যত জায়গায় যত ওয়েব ডিজাইনার আছেন তাঁদের একমাত্র পরিপূর্ণ শিক্ষক
W3SCHOOLS । কী নেই এখানে?আপনাকে একজন দক্ষ ওয়েব ডিজাইনার হিসেবে গড়ে তোলার জন্য W3SCHOOLS এর টিউটোরিয়ালগুলিই যথেষ্ট। যত ট্রেনিংসেন্টারই থাকুক,এটা মনে রাখবেন ওখানকার ট্রেনারেরাও W3SCHOOLS-এরই ছাত্র। তাই,হাতের কাছে Resource থাকতে ট্রেনিংসেন্টারে গিয়ে নিজেকে ঠকাবেন কেন?এই টিউটোরিয়ালগুলি ধৈর্য্য ধরে কয়েকটা মাস দেখুন,practice করুন।
কথা দিচ্ছি,আপনিই হবেন ওয়েব ডিজাইন গুরু।
ইংরেজী টিউটোরিয়ালে প্রথমে অনেকেই স্বাচ্ছন্দ্যবোধ করে না। তাদের জন্য পরামর্শ প্রথমে ওয়েব ডিজাইন টিউটোরিয়ালের জন্য সবচেয়ে সমৃদ্ধ বাংলা সাইট ওয়েবকোচবিডি দেখুন। তারপর W3SCHOOLS -এ যান। আপনি পারবেনই।
একটা কথা মনে রাখবেন,শিখার সময় বেশি তাড়াহুড়া করবেন না। আবারো বলছি,এটা একটা শিল্প। তাই,যতই সময় লাগুক,যা শিখবেন ভাল করে শিখবেন। একবার কাজ শিখে পেললে আপনাকে আর পিছনে ফিরে তাকাতে হবে না।
আর শিখার সময় কোন সমস্যা হলে আমরাতো আছিই।
আমাদের Facebook Group:ওয়েব ডিজাইন & ডেবলাপমেন্ট । কোন সমস্যা হলে এখানে জানাতে দ্বিধাবোধ করবেন না। ,Please
আগামীপর্বে ওয়েব ডিজাইনের কিছু গুরুত্বপূর্ণ ই-বুক নিয়ে হাজির হতে পারব আশা করি। সেইপর্যন্ত ভাল থাকুন। ধন্যবাদ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।