Good things come to those who wait
আজকে যেই বিষয়টা বলতে যাচ্ছি তা হয়তো অনেকের আগে থেকেই জানা থাকতে পারে তবে আমি আগে জানতাম না। তা হল উবুন্টুতে অটো শাট ডাউন করার পদ্ধতি। কয়েকটি তরিকা নিচে দেওয়া হল।
আমার বেলায় যে ভাবে কাজ হয়েছে:
Easy Shutdown ডাউনলোড করে নিয়েছি। সেটা দিয়ে কাজ চালাচ্ছি।
ডাউনলোড লিংক: https://launchpad.net/easyshutdown
অন্যান্য পদ্ধতি:
১. Complex Shutdown সাথে অনেক অপশন সহ:
ডাউনলোড লিংক: https://launchpad.net/complexshutdown
ডাউনলোড করে ইন্সটল করে নিন। কাজ শেষ। এরপর কী করতে হবে তা আপনি একাই পারবেন ইনশাল্লাহ।
২. টার্মিনাল ব্যবহার করে:
টার্মিনালে লিখুন shutdown -h +60। ব্যাস হয়ে গেল।
৬০ হল সময়। আপনার দরকার মত পরিবর্তন করে নিন।
৩. gshutdown ব্যবহার করে:
প্রথমে ডাউনলোড করে ইন্সটল করে নিন। তারপর Applications → Accessories → GShutdown। হয়ে গেল।
ছবি নিচে দেওয়া হল।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।