আমাদের কথা খুঁজে নিন

   

মীর জাফর, রায় দুর্লভ, জগত শেঠ ও ঘষেটি বেগমদের ষড়যন্ত্রে স্বাধীন দেশে পরাধীনতার আলামত।

দেশের জন্য উজাড় করা ভালবাসা

নবার সিরাজুদ্দৌলার পতনের সময় (যুদ্ধের সময় ব্যাতীত) মীর জাফর, রায় দুর্লভ, জগত শেঠ ও ঘষেটি বেগমদের ষড়যন্ত্রে অথবা ১৯৪৭ হতে ১৯৭০ পর্যন্ত (১৯৭১ এর মহান স্বাধীনতা যুদ্ধের সময় ব্যাতীত) এতো মানুষ মারা যায় নি আজ যত মানুষ স্বাধীন দেশে মারা যাচ্ছে, এত আগুন দেখেনি মানুষ আজ যত আগুন দেখছে, লর্ড ক্লাইভের বাহিনী এত গুলি চালায়নি স্বাধীন দেশের পেটোয়া বাহিনী যত গুলি চালাচ্ছে। স্বাধীন দেশে পরাধীনতার আলামত। নতুন মীর জাফরেরা কৌশলে নতুন লর্ড ক্লাইভ ও ইস্ট ইন্ডিয়া কোম্পানীর আগমনের পথ সুগম করছে নাতো? বিরোধী মত দমনের প্রক্রিয়া স্বাধীনতার পর পরই শুরু হয় বাম রাজনীতিকদের গুম, হত্যার মধ্য দিয়ে যা কখনো বামদের বিরুদ্ধে, কখনো ডানদের বিরুদ্ধে, আবার কখনো একেবারেই নিরীহ আম জনতার বিরুদ্ধে ব্যবহৃত হচ্ছে আজও। পলাশীর প্রান্তরেও যুদ্ধ যুদ্ধ নাটকের মধ্য দিয়েই বাংলার মানুষকে ফাঁকি দিয়ে এই দেশেরই বেঈমানরা দেশকে বেনিয়াদের হাতে তুলে দিয়েছিল দেশের সম্পদ লুটপাটের জন্য। আজও সেই রকম নাটক চলছে, আমরা আম জনতা নাটক দেখছি আর বেনিয়ারা এই দেশের বেঈমানদের সহযোগিতায় তাদের আখের গুছিয়ে নিচ্ছে, লুটেপুটে নিচ্ছে দেশের সম্পদ।

দেশকে নিয়ে আমি আতংকিত ও শঙ্কিত। পলাশীর প্রান্তরেও আম জনতার নিশ্চুপ ভুমিকা বাংলার পরাধীনতাকে ত্বরান্বিত করেছিল। আজও তার ব্যতিক্রম নয়। আমরা বলি তোমরা মার অথবা মর, পোড়াও অথবা পোড়, আমাদের মেরোনা, আমদের পোড়ায়ও না। এইভাবে এক ঘরে হয়ে শেষ রক্ষা কি সম্ভব? কে শুনে কার কথা, এইভাবে কি বেঁচে থাকা যায়? বাঁচার জন্য একটা জোয়ার দরকার যে জোয়ারে ভেসে যাবে সব ময়লা, আবর্জনা, পরিস্কার হবে বাংলার আকাশ ও বাতাস, নির্ভয়ে শ্বাস নালিকা প্রসারিত হবে মুক্ত বাতাসে, নির্ভয়ে আমার সন্তান দেখবে আকাশ, সন্তানের প্রতীক্ষায় কোন মা ভীত ও আতংকিত হবে না, কোন বাবা ছটপট করবে না হাসপাতালের এই পার হতে ঐ পার আগুনে পোড়া সন্তানের আর্তচিৎকারে, কোন সন্তান যাত্রা করবে না অনিশ্চিত ভবিষ্যতের পাণে।


সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।